বিতর্ক তাঁর সঙ্গী। আর্থিক তছরুপের অভিযোগে শিরোনাম দখল করেছিলেন। আরও একবার চর্চার কেন্দ্রে জ্যাকলিন ফার্নান্ডেজ। গুঞ্জন, এক বিদেশি নায়ককে মন দিয়ে বসেছেন তিনি।
কয়েক মাস একটি গানের ভিডিয়োয় মিকেলে মোরোনের (Michele Morrone) সঙ্গে কাজ করেছিলেন জ্যাকলিন। দু'জনের রসায়ন নিয়ে চর্চাও কম হয়নি। গুঞ্জন, শুধু পর্দায় নয়, বাস্তবেও বসন্ত এসেছে তাঁদের জীবনে।
মিকেলে একজন ইটালিয়ান অভিনেতা এবং মডেল। নেটফ্লিক্সের '৩৬৫ ডেজ' ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান তিনি। গত বছর অংশুল গর্গ এবং টোনি কক্করের 'দেশি মিউজিক ফ্যাক্টরি'র একটি গানে জ্যাকলিনের সঙ্গে তাঁকে জুটি বাঁধতে দেখা যায়।(আরও পড়ুন: '...সব স্বপ্ন পূরণ করব', দুঃসময়ে নিজেই নিজেকে সাহস জোগাচ্ছেন জ্যাকলিন)
গানটি মুক্তি পাওয়ার পর থেকেই নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন ভাসতে থাকে। এ বিষয়ে জ্যাকলিন কোনও কথা না বললেও মুখ খোলেন মিকেলে। জানান, তিনি কোনও সম্পর্কে নেই। কাজকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন। তখনই বলিউড নায়িকার সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনায় ছেদ পড়ে।(আরও পড়ুন: ২১৫ কোটির আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত জ্যাকলিন, চার্জশিট পেশ ED-র)