‘হামারা দিল আপকে পাস হে’ ছবির মাধ্যমে ২০০০ সালে বলিউডে পদার্পণ করেছিলেন অভিনেত্রী ইশা তালওয়ার। ওই ছবিতে তিনি শিশু শিল্পী হিসাবে কাজ করেছিলেন। তবে বলিউডের থেকেও তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পরিচিত। মালায়ালাম, তেলুগু, তামিল সহ একাধিক ভাষায় অভিনয় করেছেন তিনি।
অভিনেত্রী চর্চায় এসেছেন মির্জাপুর ওয়েব সিরিজে অভিনয় করে। মহারাষ্ট্র নিবাসী এই অভিনেত্রী এবার এলেন কলকাতায়। কলকাতার কুমোরটুলি থেকে মা দুর্গার সঙ্গে ছবি পোস্ট করলেন তিনি। ছবিতে একটি সাদা কর্ড ড্রেস পরে মাতৃপ্রতিমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
এই মুহূর্তে সব থেকে ব্যস্ত এলাকা কুমোরটুলি। শুধু দেশে নয়, বিদেশেও পাড়ি দেয় মা দুর্গার প্রতিমা। পুজোর আগে তাই এই ব্যস্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে গেলেন অভিনেত্রী। খুঁজে পেলেন মাকে। কুমোরটুলি থেকে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের দেশ ভারত এবং এর মানুষের সৌন্দর্য।’
'এই কুমোরটুলি, দুর্গা মা এবং তার প্রিয় কারিগরদের সঙ্গে কিছুটা সময়। যারা রক্ত, ঘাম এবং অশ্রু বিসর্জন দিয়ে নিজেদের ভালবাসা মাখিয়ে মায়ের মধ্যে গড়ে তোলেন, মন্দের প্রতি শক্তির জয়কে দেবী মূর্তিতে রূপান্তরিত করেন যারা। তিনি মা।'
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
‘বল জয় দুর্গা মাই কি। বল জয় কালী মাই কি। জয় দেবী মা।’ অভিনেত্রীর পোস্ট করা ছবিতে বহু মানুষ তাঁকে কলকাতায় সাদর আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু কেন তিনি কলকাতায় এসেছেন, তা জানা যায়নি।