'তারক মেহতা কা উল্টা চশমা'র প্রযোজক অসিত কুমার মোদি সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে কৌতুক অভিনেতা ভারতী সিং-এর সঙ্গে দেখা করেন। এমনকী, সেখানে ভারতীকে ‘দয়াবেন’ বলেও উল্লেখ করতে দেখা যায় তাঁকে। তাহলে কি এতদিন পর, দয়ার মুখ বদলাল?
ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভারতী যেখানে অসিত মোদীকে 'ভাই' বলে সম্বোধন করে জড়িয়ে ধরেন। তারপরে তারা একসাথে পাপারাজ্জিদের জন্য পোজ দেয়।
জানেন কি, এরপর ভারতীর দিকে তাকিয়ে ঠিক কী বললেন অসিত মোদী? তারক মেহতা-র প্রযোজক মজার ছলে বলেন, ‘জেঠালাল যদি পঞ্জাবি হত, তাহলে ভারতী দয়াবেন হত।’ আর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই, মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। একজন লেখেন, ‘ভারতী দয়া হলে, সত্যিই দারুণ মজ হবে’। আরেকজন লিখেছেন, ‘বর-বউ দুজনেই গোলুমোলু। হেবি মানাবে’। আরেকজন লিখেছেন, ‘কল্পনা করুন জেঠা ও ভারতী জুটিকে কেমন লাগছে! হা হা হা’। এমনকী একজন AI দিয়ে জেঠালাল এবং ভারতী সিংয়ের একটি ছবিও শেয়ার করেছেন।

মজার ব্যাপার হল, এটা এমন এক সময়ে এসেছে যখন অসিত মোদীও নতুন দয়াবেনের সন্ধান করছেন। প্রসঙ্গত, যখন 'তারক মেহতা কা উল্টা চশমা' শুরু করেছিলেন, তখন দয়াবেনের ভূমিকায় অভিনয় করেছিলেন দিশা ভাকানি। তিনি ২০১৮ সালে মাতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন এবং তারপর থেকে আর ফিরে আসেননি। কয়েক মাস আগে নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে অসিত মোদী জানিয়েছিলেন, এই জনপ্রিয় শো-তে আর ফিরবেন না দিশা।