IFFA 2024 Winner List: বিতর্ক যতই সঙ্গে থাকুক, বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙা অ্যানিম্যালের হাতেই উঠল সেরা ছবির সম্মান।
উগ্র পৌরুষের জয়জয়কার!সেরা ছবি অ্যানিম্যাল,অভিনয়ে বাজিমাত শাহরুখ-রানির
গত বছরের অন্যতম ব্যবসা সফল ছবি ছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তবে এই ছবি নিয়ে বিতর্ক অন্তহীন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে উগ্র পৌরুষের আস্ফালন দেখানো হয়েছে বলে অভিযোগ, একইসঙ্গে এই ছবিকে ‘নারী-বিদ্বেষী’ তকমা দিয়েছেন সমালোচকদের একাংশ। তবে আইফার মঞ্চে সবার মনে দাগ কাটা ‘টুয়েলভথ ফেল’ কিংবা ‘জওয়ান’কে হারিয়ে সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল ‘অ্যানিম্যাল’। জন্মদিনে এটাই বোধহয় সেরা পাওয়া রণবীর কাপুরের।