
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কিছুদিন আগেই কহো না পেয়ার হ্যায় ছবিটি ২৫ বছর পূর্ণ করল। কিন্তু জানেন কি এই ছবি মুক্তি পাওয়ার পর পরই হৃতিক রোশনের বাবা অভিনেতা তথা পরিচালক রাকেশ রোশনের উপর হামলা হয়েছিল! সেই ঘটনার স্মৃতি এদিন মনে করে কী বললেন 'গ্রিক গড'?
আরও পড়ুন: প্রথম বিয়ে ভাঙার পর অন্ধকারে ডুবে যান দুর্নিবার! বললেন, ‘নিজেকে বাঁচাতে সব সেভিংস স্যাক্রিফাইস করি’
কহো না পেয়ার হ্যায় মুক্তি পাওয়ার পর মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি রাকেশ রোশনকে তাক করে গুলি চালিয়েছিল। সেই হামলায় গভীর ভাবে আহত হন রাকেশ রোশন। সেই ঘটনার কথা মনে করে এদিন নেটফ্লিক্সের নতুন সিরিজ দ্য রোশনসে হৃতিক রোশন বললেন, ' বাবার জন্য কখনও ভয় পেয়েছি বা উদ্বিগ্ন হয়েছিলাম তেমন কিছু কখনও মনে পড়ে না। আমার কাছে আমার বাবা সুপারম্যান। উনি যখন হাসপাত ছিলেন তখন আমি রক্ত মাখা বেডশিট দেখেছি। আজও সেটা আমার মনে আছে। ওটা দেখে আমি কিছুক্ষণের জন্য হলেও ভয় পেয়েছিলাম। কিন্তু তারপরই বাবাকে কথা বলতে দেখে, হাসতে দেখে মনে হয়েছিল ও এটা সামলে নিতে পারবে।'
হৃতিক এদিন আরও বলেন, 'তবে একদিন আমার বাবা ঘুমের মধ্যে উঠে বসে দুঃস্বপ্ন দেখে। আর সেই অবস্থায় চেঁচাতে থাকে হেল্প হেল্প বলে। বাবা ভেবেছিল বাবাকে গুলি করা হয়েছে। আমি তখন সুপারম্যানের পিছনে থাকা দুর্বল মানুষটা দেখতে পাই প্রথম। উনি কখনও ওঁর এই দিকটা দেখতে দেননি। বুঝতেও দেননি।'
আরও পড়ুন: দাঁড়াতে পারছেন না সোজা হয়ে! ফের মদ্যপ অবস্থায় বেসুরো পিয়া রে গিয়ে জনতার রোষের মুখে জুবিন গর্গ
প্রসঙ্গত ২০০০ সালের ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল কহো না পেয়ার হ্যায়। এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেন হৃতিক রোশন এবং আমিশা প্যাটেল। ছবিটির পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। ছবিটি মুক্তি পাওয়ার পরই দারুণ জনপ্রিয় হয়ে যান হৃতিক। তাঁকে নিয়ে রীতিমত হইহই শুরু হয়ে যায়। এই ছবিতে তাঁদের দুজনের সঙ্গে ছিলেন অনুপম খের, আশীষ বিদ্যার্থী, সতীশ শাহ, ফরিদা জালাল, প্রমুখ।
৳7,777 IPL 2025 Sports Bonus