বিগত কয়েক মাস ধরে ভক্তরা অপেক্ষা করেছিলেন ‘হাউজফুল ৫’ ছবির মুক্তির জন্য। আগামী ৬ জুন ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। তার আগে দর্শকদের উত্তেজনা আর একটু বাড়িয়ে দিতে মুক্তি পেল ছবির ট্রেলার। মাঝ সমুদ্রে ঘটে যাওয়া এক রোমাঞ্চকর ঘটনার সাক্ষী থাকল দর্শকরা।
হাউজফুল ট্রেলার প্রসঙ্গে
ট্রেলার শুরু হয় একটি বিশাল বড় জাহাজের পার্টির মধ্যে দিয়ে, যে পার্টি থ্রো করা হয়েছে ধনকুবের রঞ্জিতের ১০০ তম জন্মদিন উপলক্ষে। জন্মদিনে ঘোষণা করা হয় কয়েক কোটি টাকার সম্পত্তি পাবে রঞ্জিতের আসল সন্তান জলি। কিন্তু কে সেই জলি?
আরও পড়ুন: মঞ্চে উঠতেই ঘটল বিপত্তি! গান গাইতে গাইতে আচমকাই পড়ে গেলেন শাকিরা, তারপর?
আরও পড়ুন: হাসিমুখে ছবি পোস্ট যশের, নুসরতের পোস্টেও কী মিলল সমস্যা মেটার ইঙ্গিত?
সম্পত্তির কথা ঘোষণা করতেই শুধু একজন নয়, তিনজন জলি সম্পত্তির অধিকার নিতে চলে আসে। এরপর অক্ষয়, রীতেশ, অভিষেকের মধ্যে চলতে থাকে বেশ খানিকটা খুনসুটি। তবে গল্পের মোড় তখন বদলে যায় যখন জাহাজের মধ্যেই ঘটে যায় একটি খুনের ঘটনা।
কোটি টাকার সম্পত্তির জন্য কে খুন করল, তা জানার জন্য জাহাজে আনা হয় ফারদিন খান, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফকে। তদন্ত চলাকালীন তিন জলিকেই রাখা হয় জাহাজের জেলে। তারপরেই এন্ট্রি হয় নানা পাটেকরের।
একটি খুন, সন্দেহের তালিকায় ১৪ জন। কে আসল খুনি? আদৌ সত্যি কি খুন করা হয়েছে? হাসির মোড়কে তৈরি হওয়া এই টানটান রোমাঞ্চকর সিনেমাটি দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে সিনেমাহলে।
আরও পড়ুন: কানের পর বিদেশের মাটিতে ফের দেশি লুকে আলিয়া, কোথায় গেলেন তিনি?
আরও পড়ুন: অভিনয় ছেড়েছেন বহু আগেই, নানার বিরুদ্ধে এনেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, চিনতে পারছেন ইনি কে?
তরুণ মনসুখানি পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জনি লিভার, দিনো মারিয়া। মহিলা চরিত্রে অভিনয় করবেন নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনাম লেভেরা।