আয়েন্দ্রী এবং নীলাঙ্কুর যে প্রেম করছেন তা সকলেই জানেন। চলতি বছরে বাগদান সারার কথাও রয়েছে তাঁদের। তবে বেশ কিছু দিন একসঙ্গে দেখা মেলেনি তাঁদের। মেগার কাজের ব্যস্ততার মাঝেও আগে স্যোশাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে নজরকাড়তে দেখা যেত তাঁদের। তবে হঠাৎ করে হল কী প্রেমিক যুগলের? আয়েন্দ্রী এবং নীলাঙ্কুরের ভক্তদের মনে দানা বাঁধছে সন্দেহ।
গুঞ্জন তাঁদের মধ্যে নাকি মন কষাকষি হয়েছে। তবে সম্পর্কে এমন মনমালিন্য হতেই পারে। কিন্তু তার জন্য একসঙ্গে এতদিন অনুরাগীদের সামনে ধরা দেননি তাঁরা? শুধুই কী মনমালিন্য নাকি আরও কিছু? তা নিয়ে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।
প্রসঙ্গত, হিন্দুস্থান টাইমস বাংলাকে আয়েন্দ্রী জানিয়েছিলেন যে গত দুই বছর ধরে তিনি এবং নীলাঙ্কুর সর্ম্পকে রয়েছেন। কিন্তু তাঁর মায়ের কারণে এতদিন বিষয়টা প্রকাশ্য আনেননি তাঁরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে। ২০২৫ সালটা ভালো বলে এই বছর নিজেদের সম্পর্কের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: কানের পর বিদেশের মাটিতে ফের দেশি লুকে আলিয়া, কোথায় গেলেন তিনি?
অভিনেত্রী আরও জানিয়েছিলেন যে যখন তিনি ‘তিতলি’ ধারাবাহিকে কাজ করতেন, তখন নীলাঙ্কুর একদিন তাঁকে মেসেজ করে জানিয়েছিলেন যে, অভিনেত্রীর কাজ তাঁর ভালো লেগেছে। এরপর নীলাঙ্কুর যখন 'কন্যাদান' মেগায় কাজ করছিলেন, তখন একদিন তাঁরা ঠিক করেন যে তাঁরা দেখা করবেন। তখন আয়েন্দ্রী ‘আলতা ফড়িং’ করতেন। একটা ক্যাফেতে তাঁরা আড্ডা দিতেন এরপর। সেই থেকে বন্ধুত্বের শুরু। একটা সময় পরে দু'জনেই বুঝতে পারেন যে, তাঁরা এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান। নীলাঙ্কুরই প্রথম প্রোপোজ করেন। শুরুতে যদিও আয়েন্দ্রী না বলেছিলেন।
আরও পড়ুন: মেয়ে রাশার পিঠে কেমন ট্যাটু হবে পাশে দাঁড়িয়ে বলে দিলেন মা রবিনা! ভাইরাল হল ভিডিয়ো
আয়েন্দ্রী এবং নীলাঙ্কুরের কাজ সম্পর্কে
‘ফুলকি’ ধারাবাহিকে দর্শকরা আয়েন্দ্রীকে দেখতেন। সেখানে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করতেন। বর্তমানে তাঁকে ‘গীতা এলএলবি’তে দেখা যাচ্ছে। এর আগে অভিনেত্রী ‘তিতলি’, ‘আলতা ফড়িং’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। অন্যদিকে, নীলাঙ্কুর মুখোপাধ্যায়কে বর্তমানে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন মণীষা মন্ডল।