ছবিতে থাকা ছোট্ট মেয়েটি কিন্তু বলিউডের খ্যাতনামা অভিনেত্রী। আবার একটি প্রভাবশালী পরিবারের পুত্রবধূও বটে! দেখুন তো চিনতে পারছেন তাঁকে? পারলেন না? বেশ আভাস দিয়ে জানাই শাহরুখ খানের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এবারও বুঝলেন না? যদি বলি ইনি ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড জিতেছিলেন? হ্যাঁ, ছবির বাচ্চা মেয়েটি আর কেউ নন, বরং ঐশ্বর্য রাই বচ্চন।
আরও পড়ুন: পরিচালক, লিরিসিস্ট নন, অভিনেতা হয়ে ফের মঞ্চে সৃজিত! কার পরিচালনায় কোন নাটকের অংশ হলেন?
আরও পড়ুন: নীল অপর্ণার কাছাকাছি যেতেই কি হিংসে করে ভুল বুঝবে আর্য? নায়ককে কোন মন্ত্রণা দেবে কিংকর?
কী ঘটেছে?
সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের ছোটবেলার কিছু অদেখা ছবি প্রকাশ্যে এসেছে। আর সেই ছবি দেখে এটুকু স্পষ্ট হয়েছে কিশোরীবেলাতেও দারুণ সুন্দরী ছিলেন তিনি। ছবিতে তাঁকে সাদা গোলাপি রঙের একটি পোশাকে দেখা যাচ্ছে। মাথায় রয়েছে হেয়ারব্যান্ড।
এদিন নেট দুনিয়ায় ঐশ্বর্য রাই বচ্চনের বলিউডে পা রাখার আগের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে যেমন তাঁর মডেলিং করছেন যখন সেই সময়ের ছবি আছে, তেমনি রয়েছে অভিনেত্রীর একদম ছোটবেলা, বা বলা ভালো কিশোরীবেলার ছবিও।
ঐশ্বর্য রাই বচ্চনের প্রথম কিশোরীবেলার ছবিটি তাঁর ১০-১২ বছর বয়সের সময় তোলা। সেটা পেন্সিলে আঁকা বলেই মনে হচ্ছে। ছবিটিতে ঐশ্বর্য রাইয়ের মাথায়ও তাঁর মেয়ে আরাধ্যার মতো করেই চুল কাটা দেখা যাচ্ছে। আরেকটি ছবিটি হল এই ছবিটি। সেখানেও তাঁর চুল একই রকম ভাবে কাটা।
ঐশ্বর্য রাই বচ্চনের এই ছবিগুলো দেখে অনেকেই তাঁর সঙ্গে তাঁর মেয়ে আরাধ্যার মিল পেয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আরাধ্যা যেন একদম ওঁর ছোট ভার্সন।' কেউ আবার লেখেন, 'ওমা, ওর মেয়ের চোখ, নাক, চুল তো একদম ওঁর মতো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এবার বুঝলাম আরাধ্যার চুলের স্টাইল কোথা থেকে এসেছে।'
আরও পড়ুন: লহ গৌরাঙ্গের নাম রে শ্যুটিং শুরু করবেন আরাত্রিকা, রাই ছুটি নিতেই মিঠিঝোরায় আগমন ঘটবে নতুন নায়িকার?
প্রসঙ্গত ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন ঐশ্বর্য রাই বচ্চন। এরপর তিনি বলিউডে পা রাখেন। দেবদাস, মহব্বতে, পন্নিয়ন সেলভান, সহ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন ঐশ্বর্য। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। তাঁদের একটি মাত্রই সন্তান, আরাধ্যা।