
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন হিনা খান। তিনি নানা সময় নানা বিষয় নিয়ে কথা বলেছেন। এবার তিনি কথা বললেন পিরিয়ডস নিয়ে। জানালেন মাসের এই বিশেষ দিনগুলোর সময় শ্যুটিং করা বেশ কষ্টকর। বিশেষ করে যদি কোনও দৌড়ঝাঁপ বা লম্বা সিন থাকে।
আরও পড়ুন: 'ক্ষতি কী?' বিয়ে বাড়িতে গান গাওয়া বিতর্কে এবার মুখ খুললেন রাহুল বৈদ্য, সমর্থন করলেন অভিজিৎকে?
হিনা খান এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন যেখানে লেখা ছিল, 'পিরিয়ডসের সময় যেটা একদম করতে চান না সেটা লিখুন।' এই পোস্টের উত্তরে অভিনেত্রী লেখেন, 'আমি যদি পিরিয়ডসের প্রথম দুদিন শ্যুটিংয়ে না যেতে পারতাম, সেই সুযোগ যদি থাকত কী ভালো হতো। একদম ভালো লাগে না ওই সময়।'
আরও পড়ুন: ভরা মঞ্চে গান গাইছেন জুবিন গর্গ, আচমকাই স্টেজে উঠে গায়ককে জাপটে চুমু মহিলা হোমগার্ডের! তারপর...
তিনি এদিন এই বিষয়ে ব্যাখ্যা করে লেখেন, 'কিন্তু ভাবুন আউটডোর শ্যুটিং আছে তাও ৪০ ডিগ্রি গরমে। একদিকে পিরিয়ডসের ব্যথা, মুড সুইং, ডিহাইড্রেশন, গরম থেকে র্যাশ, অস্বস্তি, বিপি কমে যাওয়া, তার মধ্যে দৌড়ঝাঁপ, সূর্যের তাপ। পাগল পাগল লাগে জাস্ট।' কিন্তু এটাই অভিনেত্রীদের জীবন বলেও তিনি লেখেন। সঙ্গে একটা দুঃখের ইমোজিও দেন তিনি।
এটাই প্রথম নয়। এর আগেও হিনা খান একাধিকবার অভিনেত্রী হতে গেলে কী কী কষ্ট সহ্য করতে হয় সেই বিষয়ে মুখ খুলেছেন। ব্রেক, রিলিক্সেশন ছাড়া টানা কাজ করা কতটা দুর্বিষহ হয়ে ওঠে সেটা নিয়ে মুখ খুলেছেন হিনা।
আরও পড়ুন: প্রচারের ফাঁকে হুগলিতেই দিদি নম্বর ওয়ানের শ্যুটিং! নিয়ম ভেঙেছেন রচনা, দাবি লকেটের
বিগ বস, ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়, ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন তিনি সলমন খানের সঙ্গে কিসি কা ভাই কিসি কী জান ছবিতেও কাজ করেছেন হিনা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports