Natasa-Hardik: লেপটে নিলেন বুকের সঙ্গে! হার্দিক আমেরিকায়, কোন পুরুষকে জড়িয়ে নজর কাড়লেন নাতাশা
Updated: 13 Jun 2024, 12:08 PM ISTনাতাশা স্ট্যানকোভিচ আর হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ নিয়ে এতদিন জোর গুঞ্জন ছিল জোর চর্চা সোশ্যাল মিডিয়াতে। আর তা মিটতেই, কাকে বুকে জড়ালেন ক্রিকেটার-পত্নী?
আইপিএল শেষ হওয়ার পর নাতাশা স্ট্যানকোভিচ আর হার্দিক পান্ডিয়ার মধ্যেকার ডিভোর্সের খবর জায়গা করে নিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যদিও কয়েকদিন পর তা থামান নাতাশা নিজেই। তবে আপাতত চর্চায় রয়েছেন এই সার্বিয়ান মডেল ও অভিনেত্রী। এবার সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করতে দেখা গেল নাতাশাকে। যার মধ্যে একটিতে তো জড়িয়ে রয়েছেন এক অন্য ছেলেকে।
পরবর্তী ফটো গ্যালারি