Happy Birthday Amitabh Bachchan: ৮০-তে পা অমিতাভের, বলিউড তারকাদের নিয়ে ‘স্পেশাল’ সেলিব্রেশনে কী হচ্ছে
Updated: 11 Oct 2022, 12:11 PM IST Priyanka Bose 11 Oct 2022 অমিতাভ বচ্চন, জন্মদিন, ৮০ বছর, Happy Birthday Amitabh Bachchan, Amitabh Bachchan, special screening, বচ্চন ব্যাক টু দ্য বিগিনিংHappy Birthday Amitabh Bachchan: প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি থেকে অনন্যা পান্ডে, চলচ্চিত্র শিল্প এবং মিডিয়ার বেশ কয়েকজন সদস্য অমিতাভ বচ্চনের জন্মদিন উদযাপনের জন্য বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের ফিল্ম ফেস্টিভ্যাল-বচ্চন ব্যাক টু দ্য বিগিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল।
পরবর্তী ফটো গ্যালারি