শুক্রবার সামনে আসে যে গোবিন্দার বিরুদ্ধে তাঁর স্ত্রী সুনীতা আহুজা ডিভোর্স ফাইল করেছেন। তাও আবার গত বছর, অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যদিও উভয়ই এতদিন এই নিয়ে চুপ ছিলেন। তবে হঠাৎই সামনে আসে এই ডিভোর্স কেসের সঙ্গে জড়িত সম্পূর্ণ তথ্য। এমনকী জানা যায়, গোবিন্দার বিরুদ্ধে ‘adultery, cruelty and cheating’-এর অভিযোগ এনেছেন। অর্থাৎ পরকীয়া, ঠকানো এবং অত্যাচার।
তবে এসব নিয়ে যখন জলঘোলা চলছে সোশ্যাল মিডিয়াতে, তখন পাপারাজ্জিদের ক্যামেরায় মুম্বই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দাকে। ভাবলেশহীন মুখেই এয়ারপোর্টে এসেছিলেন তারকা। এমনকী, পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন, চুমুও ছোঁড়েন গোবিন্দা।
পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ভিডিয়োতে, গোবিন্দাকে সাদা পোশাকে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস। অভিনেতা ক্যামেরার জন্য হাসছিলেন, হাত নাড়ছিলেন এবং ছবি তোলার সময় চুম্বনও ছুঁড়ে দেন। তাঁর সঙ্গে তাঁর গোটা টিম ছিল এবং তিনি সেখানে উপস্থিত মিডিয়া কর্মীদের এড়িয়ে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়োই করেননি। কয়েকটি ছবি তোলার পর, গোবিন্দা বিমানবন্দরের ভিতরে চলে যান। কয়েকজন ভক্তও তাঁর উপস্থিতি লক্ষ্য করেছিলেন, কিন্তু তাঁকে সামনে আসতে দ্বিধা করছিলেন, অন্যরা তাঁকে নিজেদের ফোনে রেকর্ড করছিলেন।
সুনীতা আহুজার সঙ্গে গোবিন বিবাহবিচ্ছেদের গুঞ্জন
শুক্রবার, Hauterrfly রিপোর্ট করে যে সুনীতা ৫ ডিসেম্বর ২০২৪-এ বান্দ্রা পারিবারিক আদালতে গোবিন্দার থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ‘নিষ্ঠুরতা, ব্যাভিচার ও প্রতারণা’-র মতো অভিয়োগ তুলে ডিভোর্সের কাগজ দাখিল করেন। সঙ্গে জানা যায় যে, গোবিন্দা ডিভোর্সের কোনো শুনানিতেই হাজির হননি। তবে, সুনীতা প্রতিবার এসেছিলেন আদালতে।
গভিন্দা এবং সুনীতা ১৯৮৭ সালের ১১ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তাদের বিয়ের খবর চার বছর পরে জনসমক্ষে আনা হয়। তাদের দুটি সন্তান রয়েছে- মেয়ে টিনা এবং যশবর্ধন। সুনীতা এক কন্যারও জন্ম দিয়েছিলেন, যার প্রি ম্যাচিওর বার্থ ছিল এবং জন্মের তিন মাস পর মারা যায়।
সম্প্রতি, সুনীতা একটি ভ্লগে উল্লেখ করেছেন যে, তাঁর এক বছর খুব কঠিন কেটেছে এবং তিনি দেবী কালীর কাছে প্রার্থনা করেছেন, যে যারা তাঁর বিবাহিত জীবন নষ্ট করারচেষ্টা করবে তাদের শাস্তি দেওয়া হোক। গোবিন্দাকে শেষবার ২০০৯ সালের সিনেমা রঙ্গিলা রাজায় দেখা গিয়েছে।