বাংলা নিউজ > বায়োস্কোপ > Google Doodle on PK Rosy: প্রথম মালয়ালম নায়িকাকে জন্মবার্ষিকীর শ্রদ্ধা গুগল ডুডলের, কে এই পিকে রোজি?
পরবর্তী খবর
Google Doodle on PK Rosy: প্রথম মালয়ালম নায়িকাকে জন্মবার্ষিকীর শ্রদ্ধা গুগল ডুডলের, কে এই পিকে রোজি?
1 মিনিটে পড়ুন Updated: 10 Feb 2023, 09:59 AM ISTPriyanka Bose
Google Doodle on PK Rosy: গুগল শুক্রবার জানিয়েছে, ‘আজকের ডুডল পিকে রোজিকে সম্মান জানাচ্ছে, যিনি মালায়ালাম সিনেমার প্রথম মহিলা প্রধান চরিত্র ছিলেন’।
পিকে রোজির ডেবিউ ছবি ছিল বিগাথাকুমারন (দ্য লস্ট চাইল্ড, ১৯২৮)। (গুগল)
মালয়ালম সিনেমার প্রথম মহিলা লিড চরিত্রে অভিনয় করেছিলেন পিকে রোজি। আজ অভিনেত্রীর ১২০তম জন্মবার্ষিকী। গুগল ডুডল প্রয়াত অভিনেত্রীকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে। ১৯০৩ সালে তিরুবনন্তপুরমের রাজম্মায়, জন্মগ্রহণ করেছিলেন। এখন এলাকাটা ত্রিবান্দ্রাম নামে পরিচিত।
অভিনয়ের প্রতি তার আবেগের বিষয়ে, টেক-জায়ান্ট সিনেমা আইকনের প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘এক যুগে যখন পারফর্মিং আর্টস সমাজের অনেক অংশে নিরুৎসাহিত ছিল, বিশেষ করে মহিলাদের জন্য, রোজি মালয়ালাম চলচ্চিত্র বিগাথাকুমারন (দ্য লস্ট চাইল্ড)-এ তাঁর ভূমিকায় অভিনয় করে সেই বাধাগুলি ভেঙে দিয়েছিলেন। যদিও জীবদ্দশায় তাঁর কাজের জন্য স্বীকৃতি পাননি, রোজির গল্পটি মিডিয়াতে তুলে ধরার ক্ষেত্রে প্রাসঙ্গিক। আজ তাঁর জীবনের গল্প অনেকের কাছে অনুপ্রেরণা'।
কে এই পিকে রোজি?
পিকে রোজি ছিলেন মালয়ালম সিনেমার একজন অভিনেত্রী। দলিত হওয়ায় নানা সেসময় নানা বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। জেসি ড্যানিয়েল পরিচালিত বিগাথাকুমারন (দ্য লস্ট চাইল্ড)-এর নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন ছিলেন। তিনি ছিলেন মালায়লাম সিনেমার প্রথম নায়িকা এবং ভারতীয় সিনেমার প্রথম দলিত অভিনেত্রী।