যশপাল বললেন, ‘কুকুররা হল মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রাণী। ওদেরও যত্ন করা প্রয়োজন। পোষ্যকে জীবনের অঙ্গ বানিয়ে নিন, তবে ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিন।’ এদিন একসঙ্গে এত পোষ্যদের দেখে বেশ হাসিখুশি দেখা গেল অভিনেতাকে।
গ্যালিফ স্ট্রিটের হাটে যশপাল শর্মা
কলকাতায় হাজির 'গঙ্গাজল' খ্যত অভিনেতা যশপাল শর্মা। কলকাতায় এসেছেন বাঙালি পরিচালক কৌশিক করের হিন্দি ছবি 'ছিপকলি'র প্রচারে। তিনিই রয়েছেন ছবির কেন্দ্রীয় ভূমিকায়। শহরে এসেই সোজা পৌঁছে গিয়েছিলেন বাগবাজারের বিখ্যাত পোষ্য হাটে, হ্যাঁ, ঠিক ধরেছেন গ্য়ালিফ স্ট্রিটেই গিয়েছিলেন যশপাল। সামনে পেয়ে এক কুকুরছানাকে কোলে তুলে আদর করতে লাগলেন। ছবিও তুললেন। সঙ্গে ছিলেন ছবির প্রযোজক, সঙ্গীত পরিচালক মিমো। খুব সম্ভবত এই প্রথম মুম্বইয়ের কোনও অভিনেতা পৌঁছেছিলেন গ্য়ালিফ স্ট্রিটে বিখ্যাত পোষ্য হাটে।
এদিন যশপাল যখন গালিফ স্ট্রিটে পৌঁছলেন, তখন বেশ চড়া রোদ। চোখ ঢাকতে যশপাল পরেছিলেন রোদচশমা। তবুও এদিন যশপালকে ঘিরে বেশ ভিড় হয়ে যায়। কুকুরছানাটিকে কোলে নিয়ে যশপাল বললেন, ‘কুকুররা হল মানুষের জীবনে তৃতীয় গুরুত্বপূর্ণ প্রাণী। ওদেরও যত্ন করা প্রয়োজন। পোষ্যকে জীবনের অঙ্গ বানিয়ে নিন, তবে ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিন।’ এদিন একসঙ্গে এত পোষ্যদের দেখে বেশ হাসিখুশি দেখা গেল অভিনেতাকে।