বাংলা নিউজ > বায়োস্কোপ > Gadar 2 Box Office Day 19: গুটি গুটি পায়ে ৫০০ কোটি! সানির ‘গদর ২’-কে থামাতে আসতে হবে ‘জওয়ান’ শাহরুখকেই
পরবর্তী খবর
Gadar 2 Box Office Day 19: গুটি গুটি পায়ে ৫০০ কোটি! সানির ‘গদর ২’-কে থামাতে আসতে হবে ‘জওয়ান’ শাহরুখকেই
1 মিনিটে পড়ুন Updated: 30 Aug 2023, 08:31 AM ISTTulika Samadder
অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তারা সিং-এর চরিত্রে দেখা মিলেছে সানি দেওলের। আর সাকিনার চরিত্রে আমিশা। ১৯ দিনে কত আয় করল গদর ২ ভারতের বাজার থেকে?
গদর ২-এর একটি দৃশ্যে ‘তারা সিং’ সানি দেওল।
সানি দেওল, আমিশা পাটেলের ‘গদর ২’ ভেঙে দিচ্ছে একের পর এক রেকর্ড। ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’-র সিক্যুয়েল এই সিনেমা। সেই সময়ও বক্স অফিসে রেকর্ড করেছিল গদর। একই দিনে মুক্তি পাওয়া আমির খানের ‘লগন’-কে আয়ের হিসেবে অনেক পিছনে ফেলে দিয়েছিল। একই খেল দেখাল ‘গদর ২’-ও। ১৯ নম্বর দিনে এসেও রাজত্ব করে চলল বক্স অফিসে। তৃতীয় মঙ্গলবারে ছবির আয় ৫.১০ কোটি।
অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তারা সিং-এর চরিত্রে দেখা মিলেছে সানি দেওলের। আর সাকিনার চরিত্রে আমিশা। প্রথম পার্টে ছিল দেশভাগের প্রেক্ষপট। যখন বউ সাকিনাকে ফিরিয়ে পাকিস্তানে ঢুকেছিল তারা। আর এবারের পার্টে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপট। তারা পাকিস্তানে যায় ছেলে জিতে-কে ফিরিয়ে আনতে। আরও পড়ুন: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর প্রথম রাখি! ‘বোনু দিন দিন সব আরও কঠিন হচ্ছে’, লিখল দিদি
তৃতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে কামাল করছে সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমা। তৃতীয় শুক্রবারে আয় ছিল ৭.১ কোটি, শনিবারে ১৩.৭৫ কোটি, রবিবার ১৬.১ কোটি, সোমবার ৪.৬০ কোটি, মঙ্গলবার ৫.১০ কোটি। অর্থাৎ তৃতীয় সপ্তাহে এখনও পর্যন্ত গদর ২-এর আয় ৪৬৫.৬৫ কোটি।
প্রথম ও দ্বিতীয় সপ্তাহে গদর ২-এর আয় ছিল ২৮৪.৬৩ কোটি ও ১৩৪.৪৭ কোটি। আর সব মিলিয়ে ভারতের বাজারে ছবির আয় বর্তমানে ৪৬৫.৭৫ কোটি। আশা করা যাচ্ছে আগামী শুক্র-শনি-রবিবারের আয় মিলিয়ে গদর ২ ঢুকে যাবে ৫০০ কোটির ঘরে। আরও পড়ুন: প্রেমিক ঠকালে কী করবে সুহানা? অবাক করল শাহরুখ-কন্যার জবাব