
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
১৩ বছরের রূপকথার প্রেম পেল কাঙ্খিত পরিণতি। সোমবার অগ্নিকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্রোচারণের মাধ্য়মে সাত পাক ঘুরলেন ‘বল্লভপুরের রূপকথা’র রাজা, সত্যম ভট্টাচার্য ও শাশ্বতী সিনহা। পরিবার, প্রিয়জন ও কাছের মানুষদের উপস্থিতিতে চারহাত এক হল দুজনের।
টলিউডের পরিচিত মুখ সত্যম। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে রাজা ভূপতি রায়ের ভূমিকায় দর্শক ভালোবাসা দিয়েছে সত্যমকে। এবার বাস্তবের রানির সঙ্গে ঘর বাঁধলেন তিনি। বিয়ে সেরে কে অভিনেতা জানান, ‘আমি দারুণ খুশি, বলতে পারেন হাঁফ ছেড়ে বাঁচলাম। ভেবেছিলাম ব্যাপারটা খুব স্ট্রেসফুল হবে। সব ঠিকঠাকভাবে মিটেছে। অন্তর থেকে খুশি, তবে বিবাহিত এই অনুভূতিটা এখনও পুরোপুরিভাবে উপলব্ধি করে উঠতে পারিনি’।
টলি তারকাদের ভিড় নয়, প্রিয়জন আর পরিবার নিয়েই এই দিনটায় আনন্দে মাতলেন নবদম্পতি। তবে ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ বন্ধু, সুহত্র মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, প্রতীক দত্ত, শাঁওলি চট্টোপাধ্যায়, অর্কপ্রভরা হাজির ছিলেন এই বিয়ের আসরে। বিয়ের রাজকীয় ভোজে কী কী ছিল, সে-কথা ফাঁস করেছেন নবদম্পতি।
প্রথম পাতে ছিল, মশলা কুলচা, নবরত্ন কোর্মা, তন্দুরি পমফ্রেট, ভেটকি পাতুরি, মটন বিরিয়ানি, চিকেন তন্দুরি। মেনুতে সবচেয়ে খাস আইটেম ছিল কৃষ্ণনগরের সরপুরিয়া। কনের মেসোমশাই সেই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। আগামি ২৫শে জানুয়ারি বসবে সত্যম-শাশ্বতীর রিসেপশনের আসর। সেই মেনুতেও থাকছে চমক। প্রীতিভোজে শীতের প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরি থাকবে শুরুতে, তারপর ফিশ ফ্রাই, বিরিয়ানির ছড়াছড়ি তো রয়েইছে। মিষ্টি প্রিয় সত্যম নিজের পছন্দের জিলিপি এবং মাখা সন্দেশ রাখছেন মেনু তালিকায়।
বিয়েতে বাঙালি বাবুর সাজেই দেখা গিয়েছে সত্যমকে। জোড় পরে সেরেছেন বিয়ের আচার, অন্যদিকে লাল বেনারসিতে টুকটুকে কনে বউ সত্যমের সহধর্মিণী। সোমবার গভীর রাতে বিয়ের ছবি পোস্ট করে সত্য়ম সম্পর্কের টাইমলাইন লিখেছেন ক্যাপশনে। সেখান থেকেই জানা গিয়েছে যে ২০১৫ সালের ৯ এপ্রিল থেকে তাঁদের এই সম্পর্কের পথচলা শুরু হয়। ২০২৪ এর ২২ জানুয়ারি সেটা নতুন ধাপে উন্নীত হল।
শাশ্বতী নিজেও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। থিয়েটারের পরিচিত মুখ। থিয়েটার গ্রুপ Hypokrites-এ একসঙ্গে কাজও করেছেন তাঁরা। থিয়েটারে নিয়মিত অভিনয় করেন সত্যম-প্রিয়া। অভিনেতার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে প্রায়শই দেখা যায় যুগলের লাভি-ডাভি ছবি। ভালোবেসে হবু স্ত্রীকে ‘চাপকুমারি’ বলে ডাকেন সত্যম। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন শাশ্বতী, সত্যমের মাস্টার্সও জেইউ-তে। সেখান থেকেই পরিচিতি দুজনের।
সত্যমকে শেষ রুপোলি পর্দায় দেখা গিয়েছে শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজে। সমালোচকদের থেকে বরাবরই প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সত্যম। আগামিতে আড্ডা টাইমসের আসন্ন ওয়েব সিরিজ ক্যাবারেতে পূজা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে সত্যমকে। ২৬ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজ।
৳7,777 IPL 2025 Sports Bonus