Shreema Bhattacherjee on Valentine's Day: এই বছর একই সঙ্গে পড়েছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। এ বছরের কী প্ল্যান শ্রীমার, আছে নাকি কোনও মনের মানুষ হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মুখ খুললেন অভিনেত্রী।
অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য
প্রত্যেক বছরের মতো এ বছরও নিজের হাতে বাড়ির সরস্বতী পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন তাঁর ভাইও। ঘরোয়া করেই নিজের হাতে সব আয়োজন করেন দুই ভাইবোন। সকলবেলা উঠে স্নান করে, পুজোর আয়োজন সেরেছেন।
এই বছর একই সঙ্গে পড়েছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। এ বছরের কী প্ল্যান তাঁর? অঞ্জলি দিয়ে উঠে ফোনের ওপার থেকে হিন্দুস্তান টাইমস বাংলাকে শ্রীমা জানিয়েছেন, ‘বাড়ির পুজো হয়েছে সকালে। বাড়ির পুজো আমি আর আমার ভাই দুজনে মিলে করি। বাপি (বাবা) বাড়িতে থাকলে বাপিই করে। সেই ক্ষেত্রে ঠাকুরমশাই নিয়ে এই টানাটানির বিষয়টা নেই। তাই পুজোও হয়ে গিয়েছে তাড়াতাড়ি'। আরও পড়ুন: এখনও সিঙ্গল, তাই সরস্বতী পুজোয় বিশেষ প্ল্যান! তবু রূপসা জানালেন, কেমন মানুষ পছন্দ
আরও জানিয়েছেন, 'এরপরে দুুপুরের প্ল্যান হচ্ছে ছোটবেলার বন্ধুদের যে গ্রুপটা তাঁদের সঙ্গে আমি বেরাবো। তাঁদের সঙ্গে প্রথমে স্কুলে যাব। স্কুলটা আমি মিস করতে চাই না। আগের বছর একটু লেট হয়ে গিয়েছিল তাই স্কুল মিস করে গিয়েছিলাম। স্কুলের পুজো, স্কুলের শিক্ষিকাদের সঙ্গে দেখা হওয়া পুরোটাই নস্ট্যালজিয়া ব্যাপার। একটা অদ্ভুত ভালোলাগা জড়িয়ে রয়েছে। যতদিন সম্ভব, যতদিন আমি রয়েছি দমদমে অবশ্যই ততদিন বেরাবো। সন্ধেবেলা একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ রয়েছে সরস্বতী পুজোর। সেখানে যাবো’।