স্টার জলসায় নতুন মেগা ‘কম্পাস’ আসছে। এই মেগা ২৫ অগস্ট থেকে সন্ধ্যে ৬টা থেকে সম্প্রচারিত হবে। এই মেগায় নবাগতা পর্ণা চক্রবর্তী সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অর্কপ্রভ রায়। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন? নতুন জুটিকে দর্শকরা কতটা ভালোবাসা দেবেন? বর্তমানে টিআরপির প্রভাবে মাত্র কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে মেগা, সেটা কি কোথাও ভাবাচ্ছে নায়ককে? সবটা নিয়েই মেগা লঞ্চের সন্ধ্যায় হিন্দুস্তান টাইম বাংলার সঙ্গে কথা বললেন অর্কপ্রভ।
এর আগে অভিনেতাকে 'তোমাদের রাণী' ও 'দুই শালিখ' এই দুই মেগায় দেখা গিয়েছিল। সেই কাজগুলি দেখে দর্শকদের কাছে নায়ককে নিয়ে একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছে। মাত্র কিছুদিনের বিরতিতে সেই ইমেজ ভেঙে 'কম্পাস'-এ নতুন ভূমিকায় ধরা দেওয়া অভিনেতার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? এই প্রশ্নে অর্কপ্রভ বলেন, 'আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং নয়। আলাদা আলাদা চরিত্র করতে আমার ভালোই লাগে। আমি চাইব আরও চ্যালেঞ্জিং চরিত্র আসুক, যেখানে আমাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে নিজেকে। অভিনয় শুধু মাত্র অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর সঙ্গে মেকআপ, ডায়েট, পোশাক, উপস্থিতি সবটাই খুব গুরুত্বপূর্ণ। আমার খুব ভালো লাগবে নিজেকে আরও ভাঙতে পারলে। এর থেকেও আরও কঠিন কঠিন কাজ আমি করতে চাইব ভবিষতে।'
তবে কেবল অর্কপ্রভর নতুন চরিত্র তো নয়, পাশাপাশি এই ধারাবাহিকে সম্পূর্ণ একটা নতুন জুটি পেতে চলেছেন দর্শক। এর আগে তাঁর অভিনীত 'তোমাদের রাণী', আর 'দুই শালিখ'-এর জুটি খুব জনপ্রিয় হয়েছিল। সেক্ষেত্রে এই নতুন জুটিকে দর্শকরা কীভাবে গ্রহণ করবেন তা কি নায়ককে ভাবাচ্ছেন? অর্কপ্রভর কথায়, 'তোমাদের রানীর জুটিটা নতুন প্রজন্মকে আকর্ষণ করেছিল, তাই সেটা প্রচন্ড জনপ্রিয় হয়ে ওঠে। আর দুই শালিখের ক্ষেত্রে একজন গরীব ছেলে সঙ্গে অত্যাচারিত মেয়ের রসায়ন দর্শকদের ভালো লেগেছিল। কিন্তু কম্পাস'-এর জুটি হিট করবে কিনা তা তো এখনই জানা নেই। তবে দর্শকদের কাছে যে জুটি বেশ আগ্রহের বস্তু হবে, তা বলতে পারি। কারণ কম্পাসের চরিত্রটাই ভারী অন্যরকম। যা সচরাচর দেখা যায় না। তার সঙ্গে কেউ ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়লে তা কেমন হবে, সেটা জানতেই দর্শকরা আমার মনে হয় বেশ উৎসাহ পাবেন। আমার ধারনা এই জুটিটা কম্পাসের জন্যই হিট হবে।'
তাহলে কম্পাস-এর ক্যাম্পাসে এই নতুন জুটি যে বেশ রোম্যান্টিক হতে চলেছে তা বলাই বাহুল্য। কিন্তু অর্কপ্রভ বাস্তবে কি কলেজে কখনও প্রেমে পড়েছেন? প্রশ্ন শুনে কোনও রাখঢাক না করেই নায়ক বলেন, 'হ্যাঁ কলেজে প্রেম করেছি। তিন বছরে তিনটে আলাদা প্রেম করেছি। প্রথম বছর কলেজের মধ্যেই, তারপরের বছর অন্য কলেজে আর শেষ বছর আবার কলেজে। স্কুল-কলেজে চুটিয়ে প্রেম করেছি। প্রেমিক মানুষ এমনিতে। তাই প্রেমের মধ্যে দিয়ে গিয়েছে।' তবে কি বর্তমানে প্রেমেই আছেন নায়ক? অভিনেতার কথায়, 'এখন এই মুহূর্তে প্রেমে নেই। আশা করছি ভবিষতে ঠিক কোনও না কোনও দিন প্রেমে পড়ে যাব।' আসলে এখন নায়কের ফোকাস কেবল 'কম্পাস'-এর দিকদর্শনে।
কিন্তু যে 'কম্পসা'কে নিয়ে এত অর্থাৎ পর্ণা চক্রবর্তী। এটা তাঁর প্রথম মেগা। নতুন হিসেবে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা ঠিক কেমন? অভিনেতার মতে, 'আমার একদমই মনে হচ্ছে না পর্ণা নতুন বা ওঁর এটা প্রথম কাজ। ও কাজটা ভালো বোঝে। ওঁকে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। তবে কিছু ক্ষেত্রে ওঁকে গাইড করতে হয়। কারণ ওয়েব সিরিজ বা ছবি হলে ওঁ আরও সহজে কাজটা করতে পারত। কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে কিছু কিছু টেকনিকাল বিষয় থাকে, যেটা ছাড়া মেগা করা কঠিন। কারণ আমাদের প্রতিদিন অনেক শ্যুটিং করতে হয়। সেই জায়গাগুলো ছাড়া ওঁকে বেশি কিছু বোঝাতে হয় না। ওঁকে দেখে বোঝাও যাবে না যে ও প্রথমবার কাজ করছে। ও এতটাই সাবলীল।'
ধারাবাহিকের প্রোমোতে পরীক্ষায় চিটিংয়ের একটা জায়গা দেখানো হয়েছে। কিন্তু বাস্তব জীবনে কি পরীক্ষায় কখনও চিটিং করেছেন অর্কপ্রভ? এই প্রসঙ্গে নায়ক হেসে বলেন, 'না বাস্তব জীবনে কখনও চিটিং করিনি। তবে এমসিকিউ করার সময় উত্তর জানা থাকলেও অনেক সময় নিশ্চিত হওয়ার জন্য একটু এদিক ওদিক করেছি।'
তবে বহু মেগা আসছে, অল্প কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। আর তার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে টিআরপি। ফলে মেগার টিআরপি কি নায়ককে ভাবাচ্ছে? অভিনেতার কথায়, 'টিআরপি আমাকে কখনও ভাবায় না। টিআরপি বলে কিছু বলে আমি মনে করি না। টিআরপি মানে আমি জিতলাম, অন্য কেউ হারলো। কিন্তু শিল্পে কি হার-জিত হয়?'