গত মার্চ মাসে শুরু হয়েছিল দুগ্গামণি ও বাঘমামা ধারাবাহিকটি। মাত্র আড়াই মাসের মধ্যেই বন্ধ হচ্ছে এই মেগা। খবর আগেই রটেছিল। এদিন শ্যুটিংয়ের শেষ দিনের ছবি পোস্ট করল এই ধারাবাহিকের টায়র অর্থাৎ প্রেয়সী। শিশুকেন্দ্রিক এই মেগা শেষ হতেই মন খারাপ দর্শক, অভিনেতাদের।
আরও পড়ুন: কার্ল মার্ক্স - লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
শেষ দুগ্গামণি ও বাঘমামার শ্যুটিং
এদিন এই ধারাবাহিকের শ্যুটিং শেষে হওয়ার পর গোটা টিমের একটি ছবি পোস্ট করেন প্রেয়সী বসু। ছবিতে দেখা যাচ্ছে মানালির কোলে বসে আছে রাধিকা, কন্যাকুমারীর কোলে প্রেয়সী। রয়েছেন সৌম্য সহ টিমের বাকিরা। এই ছবিটি পোস্ট করে এই শিশু শিল্পী লেখে, 'স্মৃতিটুকু রয়ে যায়।'
প্রসঙ্গত মাত্র কিছুদিন আগেই দুগ্গামণি ও বাঘমামায় এন্ট্রি হয়েছিল প্রেয়সী। ফলে ধারাবাহিক শেষ হওয়ার খবর রটলেও মনে করা হয়েছিল আর কিছুদিন হয়তো চলবে এই মেগা। কিন্তু সেটা হচ্ছে না। প্রথম থেকেই টিআরপিতে হালে পানি পায়নি মানালি এবং রাহুলের এই ধারাবাহিক।
দুগ্গামণি ও বাঘমামা ধারাবাহিকটি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৪৫ মিনিট করে সম্প্রচারিত হয়। নানা চমক, টুইস্ট, জটিলতা এনেও কাজের কাজ হয়নি। এই ধারাবাহিকের বিপরীতে থাকা স্টার জলসার অনুরাগের ছোঁয়া এবং রোশনাই ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট টিআরপিতে তুলনামূলক অনেক ভালো ফল করছে। শুধু দুগ্গামণি ও বাঘমামা নয়, জি বাংলার তুই আমার হিরো, মিঠিঝোরা ধারাবাহিকগুলোও টিআরপিতে ভালো ফল করছে না। এদিকে একগুচ্ছ নতুন মেগার ঘোষণা করে রেখেছে চ্যানেল। তালিকায় আছে রাণী ভবানী, কুসুম। ফলে দুগ্গামণি ও বাঘমামার জায়গায় কোন মেগা আসে এখন সেটাই দেখার।