মাদক উদ্ধার করা হল অভিনেতা আরমান কোহলির মুম্বইয়ের বাড়ি থেকে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে (এনসিবি) উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য ‘বিগ বস’ খ্যাত অভিনেতাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবারই টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। তারপর শনিবার সন্ধ্যায় আরমানের মুম্বইয়ের তল্লাশি চালানো হয়। তবে আরমানের বাড়ি থেকে কত পরিমাণে মাদক মিলেছে বা অন্যান্য কোনও তথ্য জানানো হয়নি। এনসিবির আঞ্চলিক অধিকর্তা (মুম্বই) সমীর ওয়াংখেড়ে বলেছেন, 'তল্লাশির পর এনসিবি যে প্রশ্ন করেছিল, তাতে আরমান কোহলি অস্পষ্ট উত্তর দিয়েছেন। তারপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে এনসিবির দফতরে নিয়ে যাওয়া হয়েছে।'