
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিপাকে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। হ্যাকারদের কবলে ডোনার ফেসবুক প্রোফাইল। ইনস্টাগ্রাম প্রোফাইলে বৃহস্পতিবার রাতেই একথা সকলকে জানিয়েছেন নৃত্যশিল্পী। ডোনা গঙ্গোপাধ্যায় লেখেন, 'আমার ফেসবুক প্রোফাইল হ্য়াক করা হয়েছে, সতর্ক থাকুন।'
তবে স্ত্রী ডোনা এমন গুরুত্বপূর্ণ পোস্টের নিচেও কমেন্ট করতে গিয়ে মজা করতে ছাড়েননি সৌরভ। 'দাদা' লেখেন, ‘কিছুক্ষণের জন্য শান্তি।’ সৌরভের এই কমেন্ট দেখে না হেসে থাকতে পারেননি নেটপাড়া। তবে অনেকেই এবিষয়ে সৌরভকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আবার এধরনের অকারণ হেনস্থার কারণে কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন। আরও একটা পোস্টে ডোনা লেখেন, ‘এই পেজে আমার এখন প্রবেশের কোনও অ্যাকসেসই নেই।’
আরও পড়ুন-ভিন ধর্মে বিয়ে করেছেন, দেবলীনা কি মা হতে চলেছেন? হবু সন্তানের ধর্ম নিয়েও অশালীন আক্রমণ…
এই মুহূর্তে ডোনা গঙ্গোপাধ্যায় অবশ্য সপরিবারে ইংল্যান্ডে রয়েছেন। সেখানে স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন ডোনা। সৌরভ-ডোনা কন্যা সানা অবশ্য এই মুহূর্তে লন্ডনের বাসিন্দা। সেখানকারই একটা সংস্থায় চাকরি করেন সানা। ফেসবুক পেড হ্য়াকিং নিয়ে সতর্ক করার পর, ইংল্যান্ড থেকে ছবিও পোস্ট করেছেন নৃত্যশিল্পী।
আবার কয়েকদিন আগেই স্বামী সৌরভের সঙ্গে কেমব্রিজ থেকে সেখানকার বিখ্যাত বোট রাইড করার ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল সৌরভকে। ডোনা-সৌরভের এই ছবিতে দেখা মেলেনি সানার। ডোনার শেয়ার করা ছবিটিতে সৌরভের গায়ে ছিল নীল টিশার্ট, সঙ্গে জিন্স ও জ্যাকেট, আর মাথায় টুপি, আর চোখে কালো সানগ্লাস। আর ডোনা সাদা পোশাকে, গায়ের জ্যাকেটটি খুলে হাতে ধরে থাকতে দেখা যায়। তাঁর চোখেও ছিল ম্যাচিং কালো সানগ্লাস।
তবে ইংল্য়ান্ডে পৌঁছনোর আগে আমেরিকা সফরে গিয়েছিলেন ডোনা-সৌরভ। সেখানেও সঙ্গে ছিলেন তাঁদের কন্যা সানা। প্রসঙ্গত, মেয়ের জন্য বহুদিন ধরেই কলকাতা-লন্ডনে যাতায়াত লেগেই থাকে ডোনা গঙ্গোপাধ্যায়ের। মাঝে বেশ কিছু বছর লন্ডনেই ছিলেন তিনি। সানা তখন সেখানে পড়াশোনা করছিলেন। যদিও শুধু মেয়ের জন্যই নয় নাচের শোয়ের জন্যই প্রায়ই বিদেশে গিয়ে থাকেন ডোনা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports