বাংলা নিউজ > বায়োস্কোপ > Ditipriya Roy: হবু বরের টি-শার্ট শরীরে চাপিয়ে শ্যুটিং সেটে দিতিপ্রিয়া, কবে বিয়ের পিঁড়িতে রানিমা?
পরবর্তী খবর
চলতি বছর মার্চ মাসে প্রেমের খবরে সিলমোহর দেন দিতিপ্রিয়া নিজে। জানিয়ে দেন প্রেম করছেন তিনি। আগে সম্পর্কে জড়ালেও টেকেনি প্রেম, তাই এবার বোধহয় একটু সাবধানী অভিনেত্রী। প্রেমিকের ঝলক ফাঁস করলেও তাঁর পরিচিতি সামনে আনেননি। দিতিপ্রিয়ার মা-এর সূত্রে জানা গিয়েছে তাঁর হবু জামাইকে তিনি রিভুবাবু বলে ডাকেন। কে এই রিভুবাবু, সেই প্রশ্ন ঘিরে রহস্য জিইয়ে রেখেছেন দিতিপ্রিয়া, তবে নিজের প্রেমজীবনের ঝলক মাঝেমধ্যে শেয়ার করেন অভিনেত্রী। আরও পড়ুন-প্রেম নিয়ে লুকোচুরি! বাবা-মা সম্পর্কে সায় না দিলে কী করবেন? পরামর্শ দিতিপ্রিয়ার