
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
৩০ নভেম্বর কলকাতায় কনসার্ট আছে দিলজিৎ দোসাঁঝের। আর সেই অনুষ্ঠানের একদিন আগেই তিনি কলকাতায় আসেন। ঘুরে দেখেন গোটা শহর। তোলেন ছবি, ভিডিয়ো। আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে। তিনি যে তবে কনসার্টের আগেই কলকাতাবাসীদের মন জিতে নিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: 'বস'-এর জন্মদিনে ভক্তদের হুড়োহুড়ি! ছেলে-মেয়েকে পাশে নিয়ে জিৎ কাটলেন ২০ টার বেশি কেক!
এদিন দিলজিৎ দোসাঁঝ তাঁর কনসার্টের ঠিক আগে একগুচ্ছ ছবি পোস্ট করেন তাঁর কলকাতা ভ্রমণের। সেখানেই একটি ছবি সবার নজর কেড়ে নেয়। সেই ছবিতে দেখা যাচ্ছে বড়বাজার ফুলের ঘাট যেটা সেখানেই ভরা বাজারের মধ্যে দাঁড়িয়ে তিনি এক ব্যক্তির সঙ্গে ছবি তুলেছেন। সেই ব্যক্তির ফোনটি বলাই বাহুল্য আইফোন, বা কোনও হাইফাই কিছু তো নয়ই, উল্টে সেই ফোনের স্ক্রিন ফাটা। তাতেই হাসিমুখে অনুরাগীদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে দিলজিৎকে।
তাঁর পোস্ট করা এদিন অন্যান্য ছবিগুলোতে কখনও হলুদ ট্যাক্সি চড়ে হাওড়া ব্রিজ ক্রস করতে দেখা গিয়েছে। কখনও মল্লিক ঘাটে ফুল হাতে পোজ দিতে দেখা গিয়েছে। বাদ দেননি সেই ঘাটে বসে পোজ দিতে। ফুল বিক্রেতাদের থেকে তাঁকে ফুল কিনতে কখনও, কখনও বা এমনি সেই বাজারের ব্যস্ততা তুলে ধরতে দেখা গিয়েছে ছবিতে। এই ছবিগুলো পোস্ট করে দিলজিৎ বাংলা হিন্দি মিলিয়ে লেখেন, 'কলকাতা ২৪।'
এক ব্যক্তি লেখেন, 'আরে মশাই আপনি কনসার্টের আগেই মন জিতে নিয়েছেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'নামেই তো আছে, দিল জিৎ!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'প্রচার এভাবেও করা যায়। প্রচার এভাবেও হয়!' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ফুল, ফাটা সিরিজ আর একটা মানুষ সেলফি তুলছেন একজন গ্লোবাল সুপারস্টার, একজন ভালো মানুষের সঙ্গে।'
কেউ আবার দিলজিতের জন্য লেখেন, 'বহুদিন কোনও অবাঙালি শিল্পীকে এভাবে বাংলার সম্মান করতে দেখিনি। সবাই সেই বিকৃত উচ্চারণে 'আমি তমাকে ভালোবাসে' বলেই ইতিগজ। না তুলনা না করলেই নয়, এভাবে আমার শহর, আমার সংস্কৃতি আমার মাকে কটা শিল্পী তুলে ধরেছে? কজন এতোটা সম্মান দিয়েছে? দিলজিৎ নিজের ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে কোনও হিন্দি বা পাঞ্জাবি গান না দিয়ে বাংলার মাটিকে সম্মান জানানোর জন্য একটি বাংলা গান ব্যবহার করেছে। কলকাতায় দিলজিৎ পারফর্ম করার আগেই দিল জিতে নিয়েছে৷ দিলজিৎকে অনেক অনেক ভালোবাসা, পরেরবার এলে ডাল ভাত আলুভাতে খেয়ো কিন্তু!' আরেকজন লেখেন, 'অন্যের মাটিতে দাঁড়িয়ে সেই মাটির ভাষাকে সম্মান করা বা নিদেনপক্ষে সম্মান করার চেষ্টা করাটা খুব সহজ। দিলজিৎ পারলে কলকাতায় স্থায়ীভাবে বসবাস করা হিন্দিভাষীরা পারবেন না কেন?'
প্রসঙ্গত দিলজিৎ দোসাঁঝ তাঁর কলকাতা কনসার্টের আগে শহর ঘুরে দেখার একটি ভিডিয়োও পোস্ট করেন। তবে সেই ভিডিয়োর থেকে নজর কাড়ে সেই ভিডিয়োর নেপথ্যে ব্যবহৃত হওয়া গানটি। না, তিনি এক ভিডিয়োতে না নিজের গান ব্যবহার করেছেন। না কোনও বলিউডি গান। এমনকি কোনও বাংলা ছবির গানও নয়। ভাবছেন তাহলে কী? মৌসুমী ভৌমিকের আমি শুনেছি সেদিন তুমি গানটিকে ব্যবহার করেছেন তিনি।
আরও পড়ুন: 'আজ রাতে আর ওর ঘুম আসবে না...', যুবরাজ-ভক্তের জন্য কৌন বনেগা ক্রোড়পতিতে বিশেষ চমক অমিতাভের!
প্রসঙ্গত, কলকাতার কনসার্টের পর এই গোটা ইন্ডিয়া ট্যুরের আরও ৩ টি কনসার্ট বাকি থাকবে। আগামী ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে শো আছে তাঁর। তারপর ৮ ডিসেম্বর ইন্দোর এবং ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ে শো আছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports