
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর হট সিটে যে প্রতিযোগী বসেছিলেন তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের অন্ধ ভক্ত একেবারে। আর সেই প্রতিযোগী অর্থাৎ তৃপ্তি গান্ধেওয়ারের জন্য এদিন এক বিশেষ চমকের আয়োজন করলেন অমিতাভ বচ্চন। কী সেটা?
আরও পড়ুন: 'নামেই স্বাধীন তুমি, চেতনায় পরাধীন', কবিতার ছন্দে বাংলাদেশকে কটাক্ষ শ্রীজাতর, খোঁটা দিলেন 'শুশ্রূষা-জলের'
এদিন কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর হট সিটে ছিলেন পুনের এক হোমমেকার তৃপ্তি গান্ধেওয়ার। তিনি এদিন কথায় কথায় বিগ বিকে জানান যে তিনি একজন হাউজ ওয়াইফ এবং একই সঙ্গে বাড়িতে ছাত্র পড়ান। রোজ বিকেলে চারটে থেকে ছয়টা এবং দুপুরে বারোটা থেকে তিনটে পর্যন্ত টিউশন পড়ান। এছাড়াও তিনি ভালো কেক বানাতে পারেন বলেও জানান সঞ্চালক অমিতাভ বচ্চনকে। তাঁর কথা শুনে অমিতাভ হাততালি দিয়ে ওঠেন। বলেন, হাউজ ওয়াইফ হওয়া সবথেকে কঠিন কাজ। বাড়ির কাজের সঙ্গে এত কাজ করার জন্য তাঁর প্রসঙ্গত করেন বিগ বি। এরপরই সেই মহিলা জানান তিনি তাঁর নিজের বেকারি খুলতে চান।
এরপরই কথায় কথায় তৃপ্তি জানান তিনি ক্রিকেট খেলার দারুণ ভক্ত। সেই ক্লাস ৪ থেকে তিনি ক্রিকেট দেখেন। এই কথা শুনে যখন অমিতাভ তাঁকে জিজ্ঞেস করেন যে তাঁর পছন্দের খেলোয়াড় কে তখনই তৃপ্তি জানান যুবরাজ। সেই কথা শুনে বিগ বিও বলেন, হ্যাঁ তিনি সত্যিই খুব ভালো খেলোয়াড়। ওঁর প্রশংসাও করেন। তাঁর কথায়, 'খুব ভালো খেলোয়াড়, অদ্ভুত মানুষ একটা। ওঁকে খেলতে দেখলে খুব ভালো লাগতো আমার।' এর জবাবে সেই মহিলা জানান, 'হ্যাঁ, স্যার। ওঁর ব্যক্তিত্ব, যেভাবে ছয় মারে আমার খুব ভালো লাগে। উনি আমার ক্রাশ।'
আরও পড়ুন: বাবার আত্মহত্যাই 'হার না মানার গান' গাইতে শিখিয়েছে দেবচন্দ্রিমাকে! বললেন, 'জীবনে যাই হয়ে যাক...'
আরও পড়ুন: 'বারবার আমার স্ত্রীর নাম কেন জড়ানো হচ্ছে?', পর্নোগ্রাফি কাণ্ডে বাড়িতে ইডি হানা দিতেই ফুঁসে উঠলেন রাজ
এরপরই অমিতাভ বচ্চনকে তৃপ্তির জন্য একটি যুবরাজ সিংয়ের পাঠানো একটি ভিডিয়ো মেসেজ চালাতে দেখা যায়। আর সেটা দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তৃপ্তি। তাঁর আনন্দ দেখে অমিতাভ বলেন, 'আজ রাতে আর ওঁর ঘুম আসবে না।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports