1 মিনিটে পড়ুন Updated: 11 Jan 2024, 02:15 PM ISTSubhasmita Kanji
Didi No 1: মিলি ধারাবাহিকের কলাকুশলীরা এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন। সেখানেই একাধিক মজার কথা ভাগ করেন শ্রীতমা বৈদ্য ওরফে তিতলি।
দিদির মঞ্চে ফাঁস মিলি ধারাবাহিকের তিতলির আসল রূপ!
দিদি নম্বর ওয়ান মানে যে কেবল লড়াইয়ের গল্প সেটা একেবারেই নয়। এখানে একাধিক তারকার নানা মজার কথা ফাঁস হয়ে যায়। আসন্ন এপিসোডেও সেই একই ঘটনা ঘটতে চলেছে। দিদির সঙ্গে এই রিয়েলিটি শোতে বৃহস্পতিবার খেলতে আসছেন মিলি ধারাবাহিকের কলাকুশলীরা। সেখানেই এক মজার ঘটনা ফাঁস করলেন এই ধারাবাহিকের তিতলি ওরফে শ্রীতমা বৈদ্য।
দিদি নম্বর ওয়ানে শ্রীতমা বৈদ্য
সদ্যই জি বাংলার তরফে দিদি নম্বর ওয়ানের নতুন একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মিলি ধারাবাহিকের কলাকুশলীরা খেলতে এসেছেন সকলে। তাঁদের মধ্যে আছেন এই ধারাবাহিকের তিতলি ওরফে শ্রীতমা বৈদ্যও। তিনি এসে রচনাকে বলেন, 'সারাদিন হুমকি দিচ্ছি মিলিকে। মা খালি দেখে আমায় বলছে এগুলো কিন্তু তুই রিয়েল লাইফে আনিস না।' ওঁর বলার কায়দা দেখে হেসে গড়িয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত শ্রীতমা বৈদ্য একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি প্রাথমিক ভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা নাচের ভিডিয়ো পোস্ট করতেন। পরে তিনি ডান্স বাংলা ডান্স এও অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি এই ধারাবাহিকে কাজ করছেন। এটিই তাঁর প্রথম ধারাবাহিক যেখানে তাঁকে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে।