বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev on Pradhan: 'যদি সব ঠিক থাকে...' আচমকা কী হল দেবের? বাঘা যতীন সাফল্য পেতে না পেতেই কী জানালেন?
পরবর্তী খবর
Dev on Pradhan: 'যদি সব ঠিক থাকে...' আচমকা কী হল দেবের? বাঘা যতীন সাফল্য পেতে না পেতেই কী জানালেন?
1 মিনিটে পড়ুন Updated: 10 Nov 2023, 12:01 AM ISTSubhasmita Kanji
Dev on Pradhan: এবারের শীতের ছুটি জমজমাট। বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে দেবের আগামী ছবি প্রধান। সেই ছবির বিষয়ে বড় ঘোষণা করলেন দেব।
প্রধান নিয়ে বড় ঘোষণা দেবের, কবে মুক্তি পাচ্ছে ছবি?
বাঘা যতীনের সাফল্যে মোটেই ডগমগ হওয়ার সুযোগ পাননি দেব। ব্যস্ত ছিলেন প্রধান ছবির শুটিং নিয়ে। শীতের ছুটি জমজমাট করে তুলতে মুক্তি পাবে এই ছবি। এবার এই ছবির বিষয়ে বড় আপডেট দিলেন অভিনেতা। কী জানালেন?
দেব কী জানালেন প্রধান সম্পর্কে?
প্রধান ছবিতে দেবকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তাঁর সঙ্গে এখানে আছেন সোহম চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর। দেবের বিপরীতে এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু, অর্থাৎ যাঁকে সবাই মিঠাই বলেই চেনেন। অভিজিৎ সেন ছবিটির পরিচালনা করেছেন। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় আসবে এই ছবি।
প্রধান ছবির শুটিং দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গে হয়েছে। তারপর কলকাতায় চলছিল শুটিং। এবার সেটাও শেষ হল। গোটা ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে বলেই এদিন জানালেন অভিনেতা দেব। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান ছবির সেট থেকে একাধিক ছবি শেয়ার করে দেব লেখেন, 'শুটিং শেষ। সবটা যদি প্ল্যানমাফিক হয় তাহলে বড়দিনে দেখা হচ্ছে।'