1 মিনিটে পড়ুন Updated: 10 Nov 2023, 09:41 AM ISTSubhasmita Kanji
Dev-Uttam Kumar's Nayak: দেব বর্তমানে তাঁর আগামী ছবি প্রধান নিয়ে ব্যস্ত, এর মধ্যেই শোনা গেল তিনি নাকি উত্তম কুমার অভিনীত নায়ক ছবির স্বত্ব কিনতে চলেছেন। এবার কি তবে তাঁকে মহানায়কের চরিত্রে দেখা যাবে?
মহানায়কের জায়গায় এবার দেব?
ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে যখন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটু মতের অমিল হয়েছিল তখন সৃজিতের সিরিজের গোটা টিমকে সঙ্গে এনে ছবির ট্রেলার রিলিজ করেছিলেন তিনি। টলিউডকে যে তিনি একসঙ্গে নিয়ে চলতে চান, তাঁর কিছু নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে চান সে কথা নিজেই বারবার প্রমাণ করে চলেছেন দেব। শুধু তাই নয়, অভিনেতা হিসেবেও বারংবার নিজেকে ভেঙে, তৈরি করে, শিখে, শিখিয়ে নতুন রূপে ধরা দিয়েছেন। করেছেন ব্যোমকেশ, বাঘা যতীন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর মতো আইকনিক চরিত্র। এবার জানা গেল তিনি উত্তম কুমার অভিনীত নায়ক ছবির স্বত্ব কিনতে চলেছেন। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি তাঁকে আগামীতে মহানায়কের করে যাওয়া চরিত্রে দেখা যাবে? এই বিষয় এখনও স্পষ্ট না হলেও তিনি যে সত্যজিৎ রায় নির্মিত এই ছবির স্বত্ব কিনছেন সেটা জানা গিয়েছে।
উত্তম কুমার অভিনীত নায়কের স্বত্ব কিনছেন দেব
সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকে নায়ক ছবির স্বত্ব কিনে নিচ্ছেন দেব। এ কথা তিনি নিজেও স্বীকার করেছেন। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, 'এখনও কোনও সইসাবুদ হয়নি, তবে বাবুদা (সন্দীপ রায়) মুখে সম্মতি দিয়েছেন। ওটাই যথেষ্ট আমার কাছে।'
ছবির স্বত্ব কিনলেই তো কেবল হবে না। ছবি বানানোর জন্য পরিচালক দরকার, সেখানে থাকবেন কে? সৃজিত মুখোপাধ্যায়? নাকি রাইকমল মুখোপাধ্যায়? একবার রাইকমল মুখোপাধ্যায় জানিয়েছিলেন তিনি নায়কের রিমেক করতে চান। এই প্রশ্নের উত্তরে দেব জানিয়েছেন, 'নায়ক ছবিটি আমার অত্যন্ত পছন্দের ছবি। তবে স্বত্ব কিনছি মানে এখনই হচ্ছে না ছবিটি। নায়ক এমন একটা প্রজেক্ট যা দীর্ঘকালীন পরিকল্পনা করে এগোতে হয়। আগামীতে হবে এই কাজটা, তাই স্বত্ব কিনে রাখলাম।' তবে পরিচালকের আসনে যে সৃজিত মুখোপাধ্যায় থাকছেন না সেটা বাঘা যতীন স্পষ্ট করে দিয়েছেন।