
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবন নির্ভর ছবি ‘ন্যায় দ্য জাস্টিস’-এর মুক্তি নিয়ে তথ্য জানতে চাইল দিল্লি হাইকোর্ট। গত ১১ জুন এই ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার দিন নির্দিষ্ট ছিল। বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি এবং বিচারপতি জসমিত সিং এই স্পষ্টতা চেয়েছেন ছবির মুক্তি নিয়ে দুরকমের দাবি সামনে আসায়। ছবির পরিচালক এবং প্রয়াত অভিনেতার বাবা, আদালতের কাছে দুই রকমের বয়ান পেশ করেছেন।
হাইকোর্টে বুধবার সুশান্তের বাবা, কৃষ্ণ কিশোর সিংয়ের তরফে দায়ের আবেদনের শুনানি চলছিল। ‘ন্যায়: দ্য জাস্টিস’-এর মুক্তিতে সুবজ সংকেত দিয়েছিল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, সেই রায়কেই চ্যালেঞ্জ জানান প্রয়াত অভিনেতার বাবা।
আদালত সেই মামলায় শুনানিতে সাফ জানায়, বিষয়টা অনেকখানি নির্ভর করছে এই ছবিটা কি আগেই মুক্তি পেয়ে গিয়েছে নাকি এখনও মুক্তির আলো দেখেনি! যদি মুক্তি পায়, তবে এটি রোস্টার বেঞ্চ পর্যালোচনা করবে তা না হলে, আদালত এই বিষয়টি নিয়ে এখনই গুরুত্ব দিয়ে আলোচনা করবে। কারণ যদি ছবিটি আগেই মুক্তি পেয়ে গিয়ে থাকে তাহলে এই মামলায় শুনানি অর্থহীন হয়ে যাবে। সুশান্তের বাবার কৌঁসুলি জয়ন্ত মেহতা জানান, এই ছবি এখনও মুক্তি পায়নি।তবে ছবির পরিচালকের আইনজীবী চান্দের লাল উলটো কথা বলেন। এরপরই সুশান্তের বাবার আইনজীবী, হরিশ সালভে বলেন এই বিষয়টি যাচাই করে তবেই মামলা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এই দাবি মেনে নিয়ে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলাটি যাচাই করে আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানি চলবে।
গত ১০ই জুন দিল্লি হাইকোর্টের তরফে বড় ধাক্কা সইতে হয়েছিল সুশান্ত সিং রাজপুতের পরিবারকে।সুশান্তের জীবনের উপর ভিত্তি করে তৈরি ফিল্ম ‘ন্যায় : দ্য জাস্টিস’ ('Nyay: The Justice') সহ একাধিক ছবি তৈরি ও তার মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে দাখিল করা পরিবারের আবেদন খারিজ করেছিলেন বিচারপতি সঞ্জীব নরুলা।রায়ের কপিতে আদালত জানিয়েছিল, এই ছবিগুলি সুশান্তের বায়োপিক নয়, এবং সেখানে সুশান্তের জীবনের সকল ঘটনা হুবহু বর্ণনা দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়নি।
যদিও সুশান্তের পরিবারের দাবি, এই ছবি মুক্তি পেলে তা শুধু প্রয়াত অভিনেতার গোপনীয়তার অধিকার খর্ব করবে তা নয়, এটি অভিনেতার মৃত্যুর তদন্তকেও প্রভাবিত করতে পারে। যা একেবারেই কাম্য নয়।
‘ন্যায় : দ্য জাস্টিট', সুইসাইড অর মার্ডার : এ স্টর ওয়াজ লস্ট’, ‘শশাঙ্ক’-এর মতো ছবি বিরুদ্ধে এই আবেদন জানিয়েছেন প্রয়াত অভিনেতার বাবা। গত বছর ১৪ই জুন ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু হয়। আপতত এই মৃত্যুরহস্যের তদন্ত চালাচ্ছে সিবিআই। পাশাপাশি সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত মাকদকাণ্ড ও আর্থিক তছরূপের মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এনসিবি ও ইডি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports