Deepika and Ranveer wedding video: ২০১২ সালের শুরুর দিনে প্রেম পর্ব শুরু দীপিকা-রণবীরের। করণ জোহর আয়োজিত জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এর অষ্টম সিজনে, দম্পতি অবশেষে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো তাঁদের বিয়ের ভিডিয়ো শেয়ার করেছেন।
দীপবীরের বিয়ের ছবি
রূপকথার প্রেমের গল্প রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের। ২০১৮ সালে ইতালির লেক কেমোতে সাত পাক ঘোরেন দম্পতি। বিয়ের পাঁচ বছর পর করণ জোহরের কফি কাউচ ‘কফি উইথ করণ’-এ বসে নিজেদের বিয়ের ভিডিয়ো প্রথমবার প্রকাশ্যে এনেছেন তারকা দম্পতি।
২৬ অক্টোবর থেকে Disney+ Hotstar-এ প্রিমিয়ার হচ্ছে ‘কফি উইথ করণ সিজন ৮’। হোস্ট করণ জোহরের টক শো শুরু থেকেই চর্চায়। নতুন সিজনের প্রথম পর্বের অতিথি হিসেবে হাজির হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।
রণবীর ও দীপিকার বিয়ের ভিডিয়ো
২০১২ সালের শুরুর দিনে প্রেম পর্ব শুরু দীপিকা-রণবীরের। করণ জোহর আয়োজিত জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এর অষ্টম সিজনে, দম্পতি অবশেষে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো তাঁদের বিয়ের ভিডিয়ো শেয়ার করেছেন। রণবীর যেভাবে মলদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সে সম্পর্কে কথা বলেছেন এ দিন। আরও পড়ুন: করওয়া চৌথের ফ্যাশন নিয়ে ভাবছেন? জাহ্নবী থেকে ক্যাটরিনার মতো সেলেবরাই দেখিয়ে দিচ্ছেন তো