বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone: চেন্নাই এক্সপ্রেসের ১০ বছর পার! শাহরুখের বদলে রণবীরের সঙ্গে ভিডিয়ো পোস্ট দীপিকার
পরবর্তী খবর
Deepika Padukone: চেন্নাই এক্সপ্রেসের ১০ বছর পার! শাহরুখের বদলে রণবীরের সঙ্গে ভিডিয়ো পোস্ট দীপিকার
1 মিনিটে পড়ুন Updated: 09 Aug 2023, 07:20 AM ISTSubhasmita Kanji
Deepika Padukone: চেন্নাই এক্সপ্রেসের ১০ বছর পার! সেই কমেডি সিনেমার স্মৃতিতে মঙ্গলবার, ৮ অগস্ট একটি পোস্ট করলেন দীপিকা।
চেন্নাই এক্সপ্রেসের ১০ বছর পার
চেন্নাই এক্সপ্রেস' মুক্তি পেয়েছে যে দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই কমেডি ছবি যে দর্শকদের ভারী পছন্দ হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এ হেন ছবির ১০ বছর পূর্তিতে দীপিকাকে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। যদিও সেখানে তাঁর সঙ্গে শাহরুখ নন, রণবীর ছিলেন। তাঁরা দুজন মিলে এই ছবির একটি সিন রিক্রিয়েট করেন।
মঙ্গলবার, ৮ অগস্ট দীপিকা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে এবং রণবীর সিংকে দেখা যায়। তাঁরা দুজন মিলে চেন্নাই এক্সপ্রেসের একটি জনপ্রিয় সিন পুনরায় তৈরি করেন। এখানে পর্দার রকিকে শাহরুখের সংলাপ বলতে শোনা যায়। তিনি বলেন, 'এ মিনাম্মা, মেরি ডিকশনারি মে ইম্পসিবল জ্যায়সে শব্দ নেহি হ্যায়।' তখন দীপিকাও ছবির মতো তাঁকে উত্তর দিয়ে বলেন, 'আচ্ছা! কাঁহা সে খারিদি হ্যায় অ্যায়সে বাকওয়াস ডিকশনারি?' তবে এই বিষয়ে বলে রাখা ভালো এটা যে নতুন ভিডিয়ো নয়, বরং পুরনো সেটা স্পষ্ট। কারণ এখনকার রণবীর সিংয়ের লুকের সঙ্গে এই ভিডিয়োতে তাঁর লুকের কোনও মিল নেই। দেখে মনে হচ্ছে এটা বাজিরাও মস্তানি ছবির শুটিংয়ের সময় তোলা হয়েছে। কারণ অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে রণবীরকে ন্যাড়া দেখা যাচ্ছে, এই ছবির শুটিংয়ের সময়ই তিনি ন্যাড়া হয়েছিলেন।