সম্প্রতি প্রকাশ্যে আসে তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্তের একটি ছবি। সেখান থেকেই নতুন করে জল্পনা শুরু হয়। প্রাক্তন স্বামী স্ত্রীকে পাশাপাশি দেখে অনেকেই ধরে নেন যে তবে তাঁদের ভাঙা সম্পর্ক হয়তো জোড়া লাগছে। এবার সেই প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?
আরও পড়ুন: সত্যি সত্যিই প্রভাসের সঙ্গে প্রেম করছেন দিশা! অভিনেত্রীর হাতের PD ট্যাটু ফের উসকাল সম্পর্কের গুঞ্জন
তথাগতর সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন দেবলীনা?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবলীনা দত্ত জানিয়েছেন তিনি এবং তথাগত মুখোপাধ্যায় দুজনেই পেশাগত কারণে শিলিগুড়ি গিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, 'আমাদের সম্পর্ক জোড়া লাগছে কিনা সবার প্রশ্ন সেটা, কিন্তু আমরা কেন সেখানে গিয়েছিলাম সেটা কেউ জানতে চাইছেন না। আমরা তো কখনও পেশাগত ভাবে একসঙ্গে কাজ করব না বলিনি। দুজনেই পারিশ্রমিকের বিনিময়ে সেখানে গিয়েছিলাম।'
আরও পড়ুন: ৫ দিনেই ৩৫০ কোটির দোরগোড়ায় কল্কি ২৮৯৮ এডি! প্রথম সোমবার ঘরে কত তুলল প্রভাস - দীপিকার ছবি?
দেবলীনার কথা থেকে জানা যায় শিলিগুড়িতে কাকলি পাল নামক এক মহিলার অনুরোধে তাঁরা সেখানে গিয়েছিলেন। সেই মহিলা স্থানীয় যে মেয়েরা মডেলিং শিখতে চান তাঁদের প্রশিক্ষণ দেন। স্বামী বা সংসার থেকে তিনি কোনও সাহায্য পাননি। এমন একজনের পাশে দাঁড়ানো বলে মনে করেছেন বলেই দেবলীনা সেখানে গিয়েছেন বলে জানিয়েছেন।
তবে তাঁদের বিচ্ছেদের পর যে এই প্রথমবার তথাগত দেবলীনাকে একসঙ্গে দেখা গেল তেমনটা নয়। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত পারিয়া ছবির প্রচার বা অন্যান্য সময়ও প্রাক্তনের পাশে ছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: ইতিহাসের পাতা থেকে নয়, বাবার থেকে পতৌদি বংশের ক্রিকেট যোগের ইতিহাস শিখছে তৈমুর!
এদিন তিনি একই সঙ্গে এই সাক্ষাৎকারে জানিয়েছেন শিলিগুড়ি গিয়ে তিনি তাঁর চেনা তথাগতকেই যেন ফের দেখতে পেয়েছেন। কারণ শিলিগুড়ি সফর থেকে ফেরার সময় গাড়িতে তাঁরা যখন একসঙ্গে ফিরছিলেন তখন তথাগত কাকলিকে নানাবিধ পরামর্শ দিচ্ছিলেন বলেই জানান দেবলীনা।