শেষ কিছু মাস ধরে বারবার চর্চায় উঠে আসছে তিনটি নাম সায়ন্ত মোদক, দেবচন্দ্রিমা সিংহ রায় ও কিরণ মজুমদার। শুরুটা হয়েছিল কিরণ আর সায়ন্তর বিচ্ছেদকে কেন্দ্র করে। তাঁদের বিচ্ছেদের জের পৌঁছে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সমাজমাধ্যমে একে-অপরের বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়েছিলেন দু'জন। সেই সময় কিরণের পাশে দাঁড়ান সায়ন্তর প্রাক্তন প্রেমিকা দেবচন্দ্রিমা। তারপর দেবচন্দ্রিমা ও কিরণের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুন: পার্কিং নিয়ে বিবাদের জেরে খুন হুমা কুরেশির খুড়তুতো ভাই! ২ জনকে গ্রেফতার করা হয়েছে
কখনও লং ড্রাইভ, কখনও রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া, আবার কখনও একসঙ্গে সিকিম ভ্রমণেও দেখা গিয়েছিল দু'জনকে। কিন্তু এই সব কিছুর মধ্যে ফের তাল কাটে। সায়ন্তর সঙ্গে একসঙ্গে কাজ করতে দেখা যায় কিরণকে। সবটা মিলিয়ে শোনা যায় এর জেরেই নাকি চিড় ধরে দেবচন্দ্রিমা ও কিরণের বন্ধুত্বে। হঠাৎই নাকি দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন কিরণকে। তবে এরপর দেবচন্দ্রিমা নিজের শাড়ির ব্র্যান্ডের ঘোষণা করলে অবশ্য কিরণকে সেখানে কমেন্ট করতে দেখা যায়। তবে তাতেও দেবচন্দ্রিমা ও কিরণের সম্পর্কে অবনতি নিয়ে গুঞ্জন থামে না। কিন্তু এটা আদৌও কি গুঞ্জন, নাকি সত্যি? এবার তা নিয়ে মুখ খুললেন দেবচন্দ্রিমা।
টেন্সিল টককে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘কিরণকে আমি ভালোবাসি। আমাদের মধ্যে কোনও অসুবিধা নেই। আমি ওঁকে খুব ভালোবাসি। আমাদের বন্ধুত্বে কোনও ফাটল তৈরি হয়নি। স্যোশাল মিডিয়ায় মানুষ নিজেদের ব্যবসা করার জন্য অনেক খবর করে ফেলেন। কিছু না জেনে বা আমদের থেকে কোনও অনুমতি না নিয়ে এই সব লেখেন। কিন্তু সেটা তাঁদের ইচ্ছে। স্যোশাল মিডিয়ায় যে যার মতো বক্তব্য রাখতে পারেন। কিন্তু সেটা নিয়ন্ত্রণ করার মতো কোন সময়, ইচ্ছে কিছুই আমার তো নেই।'
আরও পড়ুন: উৎসবের গৃহে প্রবেশে শুভশ্রীর বড় চমক! কাঞ্চন থেকে অনন্যা আর কে কে আসছে রায় পরিবারের ‘গৃহপ্রবেশ’-এ?
তিনি আরও বলেন, 'কিরণের সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি। আমাদের বন্ধুত্বটা কমন একটা জায়গা থেকে শুরু হয়েছে বলে অনেকের মনে হয়েছে যে, সেখান থেকে কোনও সমস্যা শুরু হতে পারে। কিন্তু একেবারেই তা নয়। কারণ যে কারণটার জন্য এটা হয়েছে, সেই কারণটার কোনও গুরুত্ব নেই আমাদের কাছে। দর্শকদের জন্য বলব তাঁরা আমাদের পাশে থেকেছেন। অনেক ভালোবাসা দিয়েছেন যখন খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এটাও সত্যি যে যখন যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সে-ই সেটা বুঝতে পারে। তাই বাইরে থেকে বিচার না করাই ভালো। ওঁর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। আমি সত্যি ওঁকে ভালোবাসি। ও খুব মিষ্টি মেয়ে, ভালো মেয়ে।’