সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন ছোট পর্দার অতি চেনা মুখ রূপালি ভট্টাচার্য। চলতি মাসেই দেবাঙ্কর ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা। তাঁদের বিয়ের পর একাধিক ছবি সামনে আসে। তবে তাঁদের বিয়ের আগে সেই ভাবে কোনও আভাসই পাওয়া যায়নি। এক প্রকার অনুরাগীদের চমক দিয়েই বিয়ের ছবি প্রকাশ্যে আনেন নায়িকা। আর এবার প্রকাশ্যে এল নায়িকার বিয়ের মেনু। কী কী ছিল জানেন?
আরও পড়ুন: প্রেমিক সোহেল কীভাবে যত্ন নেয় তিয়াসার? ‘জলটাও খাইয়ে…’, দিদির মঞ্চে মুখ খুললেন নায়িকা
১২ জুলাই সোশ্যাল মিডিয়া ভরে যায় রূপালি ভট্টাচার্যর বিয়ের ছবিতে। দেবাঙ্ক ভট্টাচার্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের দিন গোলাপি রঙের বেনারসি, গোলাপি ওড়না এবং সোনার গয়নায় সেজেছিলেন নায়িকা। মাথায় ছিল শোলার মুকুট। অন্যদিকে, দেবাঙ্ক পরেছিলেন মেরুন রঙের পাঞ্জাবি এবং ঘিয়ে রঙের ধুতি। তাঁদের মালা বদলের ভিডিয়োয় এদিন দেখা যায় সমাজ মাধ্যমের পাতায়।
তাছাড়াও রূপালি নিজেও বিয়ের পর একটি ছবি পোস্ট করেন। সেখানেই তাঁদের একে অপরের হাত শক্ত করে ধরে থাকতে দেখা যায়, তবে শুধুই তাঁদের হাতের ছবি ছিল। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ‘ফাইনালি হাতাহাতি’। জানা গিয়েছে অভিনেত্রীর স্বামী পেশায় আইটি কর্মী। এছাড়াও তিনি একজন নাট্যকর্মী।
আরও পড়ুন: কমলিনী-চন্দ্রর ডিভোর্সের উকিল কুর্চির বর! জনপ্রিয় অভিনেতার এন্ট্রি 'চিরসখা'য়
রূপালির বিয়েতে যেমন চমক ছিল, তেমন চমক ছিল তাঁর বিয়ের মেনুতেও। নানা জিভে জল আনা সব খাবারে ঠাসা ছিল সেই মেনু। কী কী ছিল জানেন? চিকেন, মটন কিছুই বাদ যায়নি। সম্প্রতি সমাজ মাধ্যমের একটি পোস্ট (যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) থেকে জানা গিয়েছে রাধাবল্লভী, ছোলার ডাল, ফিস ফ্রাই, সাদা পোলাও, মটন কষা, চিকেন কোর্মা, ড্রাই ফ্রুট চাটনি, পাঁপড়, বেকড রসগোল্লা, কালাকাধ, আইসক্রিম ও পান ছিল মেনুতে।
তাঁদের বিয়ের আসরে চাঁদের হাট বসেছিল। রূপালি এবং দেবাঙ্কর বিয়েতে ইন্ডাস্ট্রির অনেকেই হাজির ছিলেন। কাঞ্চনা মৈত্র, অনিন্দিতা সরকার সহ টলি পাড়ার অনেক চেনা মুখকেই দেখা গিয়েছিল এই বিশেষ অনুষ্ঠানে।
কাজের সূত্রে, রূপালি ভট্টাচার্য একাধিক সিনেমা, সিরিয়াল, সিরিজে কাজ করেছেন তিনি। তাঁকে জি বাংলার জনপ্রিয় মেগা ‘আনন্দী’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল সম্প্রতি। কাজ করেছেন ‘বিবি পায়রা’ -সহ একাধিক ছবিতে। এক সময় রাজনীতিতেও যোগ দিয়েছিলেন অভিনেত্রী।