বহু প্রতীক্ষিত বাঘি ৪ হোক বা বিতর্কিত দ্য বেঙ্গল ফাইলস, দুটি ছবিরই বক্স অফিস হিসেব বেশ নড়বড়ে। বাঘি ৪ ছবিতে বলিউড অভিনেতা টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্তকে পুরোদমে অ্যাকশন মোডে দেখা গিয়েছে। ৫ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘বাঘি ৪’। এই ছবির সঙ্গে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ও একই দিন মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দুটি ছবির মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়েছে। এখন ৮ম দিনের প্রাথমিক তথ্য সামনে এসেছে। জেনে নেওয়া যাক শুক্রবারে কত আয় করল দুটি সিনেমা।
বাঘি ৪-এর বক্স অফিস কালেকশন:
উইকেন্ডের আগেই ‘বাঘি ৪’-এ নেমেছে ধস! টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘বাঘি ৪’ ছবিতে তাঁরা ছাড়াও ছবিতে হারনাজ সান্ধু এবং সোনম বাজওয়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। প্রথম দিন ছবিটি ১২ কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল। এখন এর শুক্রবারের প্রাথমিক আয়ের তথ্য সামনে এসেছে। Sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘বাঘি 4’ অষ্টম দিনে ০.৭৬ লক্ষ টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে ছবিটির এখন পর্যন্ত মোট আয় ৪৪.৫৫ কোটি টাকা। চলুন দেখে নেওয়া যাক দিন অনুযায়ী ‘বাঘি ৪’-এর আয়:-
দিন ১- ১২ কোটি টাকা,
দিন ২- ৯.২৫ কোটি টাকা,
দিন ৩- ১০ কোটি টাকা,
দিন ৪- ৪.৫ কোটি টাকা,
দিন ৫- ৪ কোটি টাকা,
দিন ৬- ২.৬৫ কোটি টাকা,
দিন ৭- ২.১ কোটি টাকা,
দিন ৮- ০.৭৬ লক্ষ টাকা (প্রাথমিক রিপোর্ট অনুসারে)
মোট আয়- ৪৫.২৬ কোটি টাকা (প্রাথমিক রিপোর্ট অনুসারে)
দ্য বেঙ্গল ফাইলসের বক্স অফিস আয়:
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লী যোশী, অনুপম খের। এছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্য়ায়, সৌরভ দাস। সিনেমাটি নিয়ে শুরু থেকেই অনেক বিতর্ক রয়েছে। এখনও পর্যন্ত বাংলায় ব্রাত্য এই ছবি। বক্স অফিস সংগ্রহের কথা বললে, 'দ্য বেঙ্গল ফাইলস' উদ্বোধনী দিনে ১.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। একই সময়ে, অষ্টম দিনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। স্যাকনিলকের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'দ্য বেঙ্গল ফাইলস' শুক্রবার মাত্র ৫৫ লাখ টাকা সংগ্রহ করেছে।
চলুন জেনে নেওয়া যাক দিনপ্রতি দ্য বেঙ্গল ফাইলসের বক্স অফিস কালেকশন-
দিন ১- ১.৭৫ কোটি টাকা
দিন ২- ২.২৫ কোটি টাকা
দিন ৩- ২.৭৫ কোটি টাকা
দিন ৪- ১.১৫ কোটি টাকা
দিন ৫- ১.৩৫ কোটি টাকা
দিন ৬- ১.০০ কোটি টাকা
দিন ৭- ১য়০০ কোটি টাকা
দিন ৮- ০.৫৫ লক্ষ টাকা (প্রাথমিক রিপোর্ট অনুসারে)
মোট সংগ্রহ - ১১.২৫ কোটি টাকা (প্রাথমিক রিপোর্ট অনুসারে)