আজ ৩ নভেম্বর, রবিবার উদযাপন করা হচ্ছে ভাইফোঁটা। গোটা দেশেই ভাই-বোনের এই বন্ধন উদযাপিত হয়। তবে বাংলাতে যেমন এই উৎসব ‘ভাইফোঁটা’ নামে পরিচিত, তেমনই রাজ্যের বাইরে এই উদযাপন পরিচিত 'ভাই দুজ' নামে। ‘ভাইফোঁটা’ -'ভাই দুজ'-এর রীতিনীতি রাজ্যের ভিত্তিতে অল্পবিস্তর আলাদা হলেও মূল উদযাপন, উদ্দেশ্য কিন্তু একটাই।
তাই শুধু টলিপাড়াতে নয়, বলিপাড়ার সেলেবরাও 'ভাই দুজ' উদযাপন করেছেন। কঙ্গনা রানাওয়াত এই সেলিব্রেশনের ছবি দিয়ে লিখেছেন, ‘আপনারা কি জানেন ভাই দুজ কী? এই উৎসবের মাধ্যমে বোনেরা ভাইদের মর্যাদা, গৌরব সহ সামগ্রিক মঙ্গলকামলার দায়িত্ব নেন, শপথ নেন।’ কঙ্গনার মতোই নিজের ইনস্টাস্টোরিতে দুই ভাই শিবাং ও সহজের ছবি দিয়ে তাঁদেরকে ভাই দুজ-এর শুভেচ্ছা জানিয়েছেন। ভাই রণবীরকেও ভাই দুজ-এর শুভেচ্ছা জানিয়েছেন দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি।
ভাই দুজ সেলিব্রেট করেছেন ড্রিম গার্ল হেমা মালিনীও। সেই ছবি পোস্ট করে হেমা লিখেছেন, ‘আজ ভাই দুজ। আমি চেন্নাইতে এটার উদযাপন করলাম কাছে আমার ভাই কান্নানের সঙ্গে। এত বছর ধরে আমার নিয়মিত সঙ্গী এবং আমার সমস্ত ব্যালে প্রোডাকশনের গুরুত্বপূর্ণ অংশ, আমার প্রিয় ভাই এবং ভগ্নিপতি প্রভার সঙ্গে এই উৎসব উদযাপন করলাম।’
কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলেকেও এই উৎসব উদযাপন করতে দেখা যায় বিজেপি নেতা আশীস শেলারের সঙ্গে। ভাই ফোঁটা উদযাপন হয় মুম্বইয়ের মুখার্জি পরিবারেও।