বিয়ে না করেই আইভিএফের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভোজপুরি গায়িকা দেবী। ঋষিকেশের এইমসে সি-সেকশনের মাধ্যমে ছেলের মা হলেন গায়িকা। শিশুটির জন্মের খবর ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। দেবী সাত বছর ধরে সন্তান ধারণের চেষ্টা করছিলেন। অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হয়েছে। ভোজপুরি গায়িকা দেবী, ইনস্টাগ্রামে মা হওয়ার সুখবর শেয়ার করেছেন। একক মা হয়ে উঠেছেন দেবী। তিনি জার্মানিতে আইভিএফের মাধ্যমে গর্ভধারণ করেছিলেন এবং এখন একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, দেবী সাত বছর ধরে সিঙ্গেল মাদার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সফল হতে পারেননি। দেবী শিশুটির সাথে তার ছবির একটি রিল পোস্ট করেছেন। তাতে লেখা আছে, 'আমার বাবু'। কোনওরকম রাখঢাক না রেখেই ছেলের মুখ প্রকাশ্যে এনেছেন গায়িকা।
কিছুদিন আগে কন্নড় অভিনেত্রী ভাবনা রামানাও সিঙ্গেল মাদার হয়েছেন। ভাবনা বিবাহিত নন তবে আইভিএফের মাধ্যমে যমজ সন্তান ধারণ করেছিলেন। তাঁর এক মেয়ে জটিলতার কারণে মারা গেছে। তবে অন্য সন্তান সুস্থ রয়েছে। ভাবনার বয়স ৪০ বছর। গর্ভাবস্থার ছয় মাস পরে, তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যে তিনি ২০ বা ৩০ বছর বয়সে মা হওয়ার কথা কখনও ভাবেননি। কিন্তু যখন তার বয়স ৪০ বছর, তখন তিনি মা হওয়ার আকাঙ্ক্ষা দমন করতে পারেননি।
ভাবনা জানিয়েছিলেন যে যখন তিনি অবিবাহিত ছিলেন, তখন অনেক আইভিএফ ক্লিনিক তাঁকে না বলেছিল। তবে তিনি হার মানেননি। অবশেষে তাঁর কোল আলো করে আসে কন্যা সন্তান।
এর আগে একতা কাপুর, তুষার কাপুর, করণ জোহরের মতো বলিউড তারকারাও চিকিৎসাবিজ্ঞানের আর্শীবাদে বিয়ে না করেই সন্তান লাভ করেছেন। সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভ করেছেন তাঁরা।