টানা দু'বছরের টানাপোড়েন, অবশেষে ধর্ষণের মামলায় স্বস্তি পেলেন টি-সিরিজের কর্ণধার ভূষণকুমার। যথোপযুক্ত প্রমাণের অভাবে ভূষণকে নির্দোষ ঘোষণা করল মুম্বই-এর আদালত। মুম্বই পুলিশে দায়ের হওয়া 'বি সামারি রিপোর্ট' গ্রহণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুসারে, আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত ৯ নভেম্বর রিপোর্টটি গ্রহণ করেছে, যার পরে ভূষণ কুমারের বিরুদ্ধে FIR শেষ হয়েছে।
এখন প্রশ্ন বি সামারি রিপোর্ট কি?
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে কোনোও প্রমাণ বা প্রাথমিক মামলা না থাকলে একটি বি সামারি রিপোর্ট দাখিল করা হয়। বিশেষ করে মিথ্যা মামলার ক্ষেত্রে পুলিশ তা দায়ের করে। এই রিপোর্ট আদালত কর্তৃক গৃহীত হওয়ার পর অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। তবে এক্ষেত্রে, বোম্বে হাইকোর্ট ২০২২ সালের এপ্রিলে ভূষণ কুমারের বিরুদ্ধে পুলিশের দায়ের করা ক্লোজার রিপোর্ট প্রত্যাখ্যান করেছিল। ধরে নেওয়া হয়েছিল যে তদন্তের সময় বিভিন্ন আইনি দিকগুলির সঙ্গে আপস করা হয়েছে।
আরও পড়ুন-দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী, ‘রাজ’ পরিবারে সুখবর, ছেলে হল না মেয়ে?
ভূষণ কুমার ধর্ষণ মামলা
তথ্য অনুসারে, ২০২১ সালের জুলাই মাসে ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলায় দায় ভারতীয় দণ্ডবিধির 376 (IPC) বিধানের অধীনে DN নগর পুলিশ (মুম্বই) থানায় FIR নথিভুক্ত করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল যে ভূষণ কুমার তাঁর কোম্পানিতে চাকরি দেওয়ার অজুহাতে একজন মহিলাকে ধর্ষণ করেছেন।