কিছুদিন আগে বাংলাদেশ যখন উত্তাল হয়ে উঠেছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে তখন সেদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত। এবার যেন ঠিক উল্টোটাই ঘটল। বর্তমানে রাজ্য রাজনীতি আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল। দফায় দফায় চলছে মিছিল প্রতিবাদ। এবার আরজি করের পাশে দাঁড়াল বাংলাদেশি ছাত্ররা।
আরও পড়ুন: অঞ্জন চৌধুরীর সিনেমার উদাহরণ দিয়ে বাম আমলের স্বাস্থ্য ব্যবস্থার কথা বোঝাল তৃণমূল
কী ঘটেছে?
আরজি কর কাণ্ডের পর বাংলার পাশে দাঁড়াতে সংহতি জানিয়ে সোমবার, ১৯ অগস্ট রাত দখল কর্মসূচি পালন ওপার বাংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। না, কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নন, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও অংশ নিয়েছিলেন এই রাত দখলের কর্মসূচিতে।
এদিন তাঁরা রাত দখল কর্মসূচির মধ্য দিয়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। একই সঙ্গে আরও পাঁচটি দাবি জানিয়েছেন সরকারের কাছে। তাঁদের দাবি যৌন নিপীড়ন সেলের সংস্কার করতে হবে। সান্ধ্য আইন প্রয়োগ করে হলে মহিলাদের প্রবেশের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেটা বন্ধ করতে হবে। এদিন তাঁরা মশাল মিছিল করেন। চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার মঞ্চে জমায়েত করেন।
তবে এটাই প্রথমবার নয়। এর আগেও ওপার বাংলার ছাত্র, ছাত্রী, সাধারণ মানুষরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন। ঢাকা সহ অন্যান্য একাধিক জায়গায় রাত দখল কর্মসূচি পালন করা হয়েছে।
আরও পড়ুন: 'না মানে না, হ্যাঁ মানে...' ভাইরাল প্রতিবাদী মিছিলের স্লোগান, সমর্থন করে কী বলছেন মেয়েরা?
আরও পড়ুন: 'মুম্বইয়ের বন্ধুদের কাছে মাথা হেঁট হয়ে গিয়েছে', আরজি কর কাণ্ডে পথে নেমেই প্রতিক্রিয়া অনীকের
কী ঘটেছে আরজি করে?
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। তারপরই সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। একে একে প্রকাশ্যে আসতে থাকে এই হাসপাতালের নানা দুর্নীতির কথাও। বর্তমানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন বিচার চেয়ে।