সম্প্রতি আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের জন্য ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যদিও সেই আর্থিক সাহায্য তাঁরা নেননি। ফিরিয়ে দিয়েছেন। এবার সেই ঘটনার জন্য মিমিকে ধর্ষণের হুমকি দিল এক ব্যক্তি!
আরও পড়ুন: 'অর্থ দিয়ে মৃত্যু কেনা যায়?' ধর্ষিতার পরিবারকে আর্থিক অনুদানের চেষ্টা, মুখ্যমন্ত্রীর সমালোচনা মমতা শঙ্করের
কী লিখেছেন সেই ব্যক্তি?
রশিদুল নামক এক ব্যক্তি একটি কমেন্টে লেখেন, 'মিমি শুধু একটা মেয়ে বলে তাঁর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে ডিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।' আরও এক ব্যক্তি এভাবে কমেন্ট বক্সে খোলাখুলি ভাবে অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন - মনোময় - অনুপম - রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'
কেন এই হুমকি?
আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ১০ লাখ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন। কিন্তু তাঁরা সেই অনুদান নেননি। বরং সঠিক বিচার চেয়েছেন। তারপরই এই ঘটনা ঘটল।
মিমি প্রতিবাদ করে কী লিখলেন?
মিমি এদিন প্রতিবাদ করে লেখেন, 'আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি তাই না? এঁরা অনেকের মধ্যে কিছুজন। এখন ধর্ষণের হুমকিকে নর্মলাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ। একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তাঁরা নাকি মেয়েদের পাশে আছেন! এটা কোন শিক্ষার পরিচয়?' তিনি তাঁর এই পোস্টে কলকাতা পুলিশকেও উল্লেখ করেছেন।
আরও পড়ুন: 'না মানে না, হ্যাঁ মানে...' ভাইরাল প্রতিবাদী মিছিলের স্লোগান, সমর্থন করে কী বলছেন মেয়েরা?
প্রসঙ্গত গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা চিকিৎসকের দেহ। তারপরই সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। একে একে প্রকাশ্যে আসতে থাকে এই হাসপাতালের নানা দুর্নীতির কথাও। বর্তমানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন বিচার চেয়ে।