টলিগঞ্জের ফের বিয়ের সানাই! শনিবারই বিয়ের সুখবর জানিয়েছিলেন ‘উড়ন তুবড়ি’ সোহিনী, এবার জানা গেল এই মাসেই শুভকাজ সেরে নিচ্ছেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। মাস কয়েক আগেই অভিনেতার বিয়ের গুঞ্জন রটেছিল, তখন মুখ খোলেননি তিনি। তবে আর সুখবর চেপে রাখলেন না। আরও পড়ুন-জানুয়ারিতেই বিয়ে ‘উড়ন তুবড়ি’র! অর্জুনের হাতে খেলেন আইবুড়ো ভাত, সোহিনীর পাত্র কে?
দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিনহা-এর সঙ্গে আগামী ২২ জানুয়ারি সাত পাক ঘুরবেন সত্যম। ১৩ বছরের সম্পর্ক দুজনের। অবশেষে কাঙ্খিত পরিণতি পাচ্ছে এই রূপকথার প্রেম। টলিউডের পরিচিত মুখ সত্যম। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে রাজা ভূপতি রায়ের ভূমিকায় দর্শক ভালোবাসা দিয়েছে সত্যমকে। এবার বাস্তবের রানির সঙ্গে ঘর বাঁধতে চলেছেন তিনি।
সত্যমের প্রেম কাহিনি কারুর অজানা নয়। প্রেমিকার সঙ্গে সম্পর্ক কোনওদিনই গোপন রাখেননি। আপাতত জোরকদমে বিয়ের কেনাকাটায় ব্যস্ত অভিনেতা। সত্য়মের হবু বউ শাশ্বতীও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। থিয়েটার গ্রুপ Hypokrites-এ একসঙ্গে কাজও করেছেন তাঁরা। থিয়েটারে নিয়মিত অভিনয় করেন সত্যম-প্রিয়া। অভিনেতার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে প্রায়শই দেখা যায় যুগলের লাভি-ডাভি ছবি। ভালোবেসে হবু স্ত্রীকে ‘চাপকুমারি’ বলে ডাকেন সত্যম। যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন শাশ্বতী, সত্যমের মাস্টার্সও জেইউ-তে। সেখান থেকেই পরিচিতি দুজনের।
আরও পড়ুন-ভেঙেছিল ৯ বছরের সহবাস, নামী অভিনেতার তৃতীয় স্ত্রী এই বঙ্গ সুন্দরী, আজ জন্মদিন, চিনলেন?
বাঙালি রীতি নীতি মেনেই চার হাত এক হবে সত্যম-শাশ্বতীর। বিয়ের মেনু নাকি এখনও ঠিক করে উঠতে পারেননি সত্যম। তবে তাঁর পছন্দের বিরিয়ানি অবশ্যই থাকছে। এই বিয়ের আসরে কোন কোন তারকা উপস্থিত থাকবেন, সেটা দেখবার।
সত্যমকে শেষ রুপোলি পর্দায় দেখা গিয়েছে শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজে। সমালোচকদের থেকে বরাবরই প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সত্যম। আগামিতে আড্ডা টাইমসের আসন্ন ওয়েব সিরিজ ক্যাবারেতে পূজা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে সত্যমকে। নায়কের বিয়ের ঠিক পরেই অর্থাৎ ২৬ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজ। যার ডাবিং-এর কাজ সম্প্রতি শেষ করেছেন সত্যম। আপতত তাঁর হাতে বেশকিছু ছবির কাজ রয়েছে, যার মধ্যে একটি শুরু হবে ফেব্রুয়ারির গোড়াতেই। তাই বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না নবদম্পতির। কারণ সত্যমকে কাজে ফিরতে হবে। সময় সুযোগ হলে পাহাড়ে ঘুরতে যাবেন তাঁরা।