
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক হামেশাই চর্চায় উঠে এসেছে। তাঁদের নানা কথা নিয়ে কখনও মিম তৈরি হয়েছে, কখনও তাঁরা আবার কাপল গোল সেট করেছেন। আসলে সমাজ যত যাই বলুক না কেন, সেসব কিছুকে উপেক্ষা করে তাঁরা দুজন মেয়েকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। তবে এদিন বৈশাখী জানান শোভনের সঙ্গে আলাপ হওয়ার পর তাঁর জীবনে একটা বিরাট বদল ঘটেছে।
আরও পড়ুন: 'লাফিয়ে ঝাঁপিয়ে সারাদিন...' ৫৫ - তেও শিশুসুলভ অজয়! জন্মদিনে বর কী কী করেন ফাঁস করলেন কাজল
এদিন দৃষ্টিভঙ্গিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর এবং শোভনের জীবনে ঘটে যাওয়া বদল প্রসঙ্গে বলেন, 'আমার সঙ্গে শোভনের সঙ্গে যখন আলাপ হয় তখন আমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। মনে হয়েছিল আমার আর শোভনের জীবনে কত মানুষের জীবনে যেন কোথা থেকে কত মানুষের দখল এসে গেল। এতে আমি অভ্যস্থ ছিলাম না।'
আরও পড়ুন: 'ধোঁয়া - শিল্প' মন্তব্য করেই নির্বাচনের আগে মত্ত হয়ে ঘর ভর্তি ধোঁয়ায় নাচলেন রচনা? জানুন সত্যটা
এরপর বৈশাখী আরও বলেন, 'আমি ভীষন প্রাইভেসি ভালোবাসতাম। আমার সব সময় মনে হতো একটা সীমারেখার পর আর কাউকে অ্যালাও করা উচিত নয়। আমার কাছের মানুষেরাই সবটা একমাত্র জানতে পারত। আমি সবার ভালো বন্ধু। কিন্তু আমার কাছে আসতে গেলে সময় লাগে।'
আরও পড়ুন: 'শুধরে যেতে পারি তোমায় পেয়ে...' ভেঙেছে একাধিক প্রেম, জন্মদিনে নতুন গানে সোহিনীকে কী প্রমিজ করলেন শোভন?
এই ভিডিয়োটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে অনেকে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'প্রাইভেসি ভালোবাসেন বলে মিডিয়া ডেকে সবার সামনে শোভনকে চুমু খান।' আরেকজন লেখেন, 'নিজেই তো সারাক্ষণ হাঁড়ির খবর ফাঁস করছেন নিজের। আবার বড় বড় বাতেলা।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports