
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আসছে বাবলি। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি করেছেন রাজ চক্রবর্তী। আর সেই ছবির গান ভালোবেসে ফেলেছি তোমায় মুক্তি পেল এদিন। আর মাত্র এক ঘণ্টায় বিপুল সাড়া পেল গানটি। প্রেমের এই গানটি গেয়েছেন রূপম ইসলাম।
ভালোবেসে ফেলেছি তোমায় গানটি ৩১ জুলাই, বুধবার বিকেলে মুক্তি পেল। এই গানটি গেয়েছেন রূপম ইসলাম। গানটির কথা লিখেছেন সৈকত কুণ্ডু এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এই গানটিতে ধরা পড়েছে প্রেমে পড়ার প্রথম অনুভূতির কথা। বাবলি ওরফে শুভশ্রীকে যে নিজের অজান্তেই মন দিয়ে বসেছেন অভি ওরফে আবির। আর নায়িকার অনুপস্থিতিতেই এই অনুভূতির কথা টের পায় সে। ছুটে যায় তাঁদের স্মৃতি বিজড়িত সমস্ত জায়গায়। আর সেই অনুভূতিকেই নিপুণ ভাবে তুলে ধরা হয়েছে এখানে। ভিডিয়োতে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
আগামী স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে ছবিটি। ছবিটির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। প্রযোজনার দায়িত্বে আছে রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রোডাকশন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে।
রাজ চক্রবর্তীর আরও একটি আসন্ন ছবিতেও উকিলের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীকে। এছাড়া দেবালয় ভট্টাচার্যর নতুন ভূতের ছবি আলেয়াতেও দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
আবিরকে বাবলি ছবিটি ছাড়াও পুজোর সময় মুক্তি পেতে চলা বহুরূপী ছবিতে দেখা যাবে। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে ছবিটি। সেখানে তিনি পুলিশের চরিত্রে ধরা দেবেন।
৳7,777 IPL 2025 Sports Bonus