উত্তর কলকাতার রাজপথে রবিবার সকালে হেঁটে যাচ্ছেন নির্মল বাবু ও তাঁর মেয়ে খুকু। বাবার হাত ধরেই হেঁটে বেড়ালেন তাঁর খুকু। মাথায় টুপি কাঁধে ঝোলা ব্যাগ, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পরনে নিছক সাদামাটা পোশাক। অন্যদিকে, দিতিপ্রিয়ার হাতে কয়েকটা প্লাস্টিকের প্যাকেট, পরনে ছাপা সালোয়ার কামিজ। আসন্ন ছবি 'আয় খুকু আয়'-এর ট্রেলার মুক্তির দিনে সকাল সকাল প্রমোশনে বেরিয়ে পড়েছেন ছবির দুই মুখ্য চরিত্র।
শৌভিক কুণ্ডু পরিচালিত ছবি ‘আয় খুকু আয়’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও দিতিপ্রিয়া রায়। এক বাবা-মেয়ের গল্প ঘিরে আবর্তিত হয়েছে ‘আয় খুকু আয়’। প্রসেনজিৎ এই ছবিতে গ্রামের লোকাল ট্রেনের হকার ‘নির্মল মণ্ডল’। তাঁর মেয়ের ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। ছবির প্রচারেই রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন দু’জনে। তারই সাক্ষী রইল রবিবার সকালের উত্তর কলকাতা। আরও পড়ুন: পিছলো ‘আয় খুকু আয়’ মুক্তি, কবে সিনেমা হলে আসছে প্রসেনজিৎ-দিতিপ্রিয়া-মিথিলার ছবি?