বাংলা নিউজ > বায়োস্কোপ > Panchami-Rajdeep Gupta: পঞ্চমী শেষ, আবেগঘন রাজদীপ ফিরে দেখলেন সফর, 'পার্ট ২ চাই' দাবি ভক্তদের
পরবর্তী খবর
Panchami-Rajdeep Gupta: পঞ্চমী শেষ, আবেগঘন রাজদীপ ফিরে দেখলেন সফর, 'পার্ট ২ চাই' দাবি ভক্তদের
1 মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 12:53 PM ISTSubhasmita Kanji
Panchami-Rajdeep Gupta: শেষ হল পঞ্চমী ধারাবাহিকের সফর। আর ধারাবাহিক শেষ হতেই মন খারাপ রাজদীপের। পোস্ট করলেন গোটা সফরের টুকরো টুকরো ছবির কোলাজ।
পঞ্চমী শেষ, আবেগঘন রাজদীপ ফিরে দেখলেন সফর
গত বছরের একদম শেষের দিকে পথ চলা শুরু হয় পঞ্চমীর। আট মাস পেরোতে না পেরোতেই থামল ধারাবাহিকের পথ চলা। নাগ, নাগিনীর কল্পিত কাহিনির উপর ভিত্তি করে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার রবিবার অর্থাৎ ২৭ অগস্ট হয়ে গেল। এখানে সুস্মিতা দে-কে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। সঙ্গে কিঞ্জলের চরিত্রে ছিলেন রাজদীপ গুপ্ত। যদিও বেশ কয়েক মাস আগেই তাঁর পার্ট শেষ হয়ে যায় এই ধারাবাহিকে তবুও শেষদিনে আবেগঘন হয়ে পড়লেন তিনিও।
রাজদীপ গুপ্ত ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে ওগো বধূ সুন্দরী ধারাবাহিক দিয়ে তাঁর কেরিয়ারের পথ চলা শুরু করেন। তবে তারপর তিনি মূলত সিনেমা এবং ওয়েব মাধ্যমে মন দেন। মাঝে মধ্যে দু একটি ধারাবাহিকে কাজ করেছেন। বহু বছর পর তিনি পঞ্চমী ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর গোটা সফরের বিহাইন্ড দ্য সিনের একটি কোলাজ ভিডিয়ো পোস্ট করলেন।
সেই ভিডিয়োতে উঠে এল তাঁর এবং সুস্মিতার মিষ্টি বন্ধুত্বের ঝলক থেকে, একসঙ্গে হাসি মজার ছবি। বাদ গেল না শুটিংয়ের দৃশ্য থেকে শুটিংয়ের ফাঁকে দুষ্টুমি এবং মজার মুহূর্তও। মেকআপ ঘরের ঝলকের সঙ্গে তাঁরা শুটিংয়ের ফাঁকে কী কী করতেন সেটাও দেখানো হয়েছে এখানে।