বলিউড বাদশা শাহরুখ খানের মতো তাঁর ছেলে আরিয়ান খানও স্টাইলিশ। অনেকেই বাবা-ছেলের মুখের মিল দেখে থ হয়ে যান। নিজের জীবনের সবচেয়ে বড় দিনে বাবাকে ‘নকল’ করতে পিছপা হননি আরিয়ান। বিলাসিতা তাঁর রক্তে, ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন কিং খান পুত্র। সম্প্রতি, তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজের প্রিভিউ লঞ্চে পরস্পরকে টেক্কা দিলেন শাহরুখ-আরিয়ান।
স্টাইল এবং স্টার পাওয়ার উভয়ই বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আরিয়ান। আরিয়ান যখন প্রথমবার পরিচালক হিসেবে জনসমক্ষে আসেন, তখন নিজের দর্শনীয় লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এই স্টারকিড। বিশেষ করে তাঁর হাতে বহুমূল্য ঘড়ি ছিল তাক লাগানো, যার দাম শুনলে আপনার পিলে চমকে যাবে। এই বিশেষ অনুষ্ঠানে আরিয়ান হাজির হন অল ব্ল্যাক স্যুটে। ব্লেজারের সঙ্গে ওপেন-কলার শার্ট, গলায় সোনার চেন, হেয়ারস্টাইলও ছিল ফাটাফাচি। তবে আসল আলোচনা ছিল তার হাতঘড়ি নিয়ে। আরিয়ান হাতে ছিল পাটেক ফিলিপ নটিলাস হোয়াইট গোল্ড ওয়াচ, যার বাজার মূল্য প্রায় ১.৪৩ কোটি। এই বিলাসবহুল ঘড়িটি তার স্টাইল স্টেটমেন্ট একধাক্কায় বাড়িয়ে তুলেছে।
শাহরুখ খানও ছেলের থেকে খুব একটা পিছিয়ে নেই। বরং কয়েক পা এগিয়েই রয়েছেন। অনুষ্ঠানে কিং খান হাতে অডেমার্স পিগুয়েট জুলস মিনিট রিপিটারের প্লাটিনাম স্কেলেটন ডায়াল পরেছিলেন, সেই হাতঘড়ির মূল্য প্রায় ৩.৯৪ কোটি টাকা। ছেলের মতো তিনিও কালো পোশাকে। হাতে স্লিং, তবে গর্বিত বাবা শাহরুখের চোখ এদিন আবেগে চিকচিক করল। আরিয়ান খানের নেটফ্লিক্স শো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে তৈরি এক ওয়েব সিরজ। সেখানে লিড রোলে দেখা মিলবে লক্ষ্য, ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং এবং রাঘব জুয়ালের। এছাড়াও করণ জোহর, রণবীর সিং এবং সালমান খানের মতো বড় তারকারা ক্যামিও অ্যাপিয়ারেন্সে হাজির হবেন।২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে পরিচালক আরিয়ানের এই সিরিজ।