ওয়েলকাম ফ্র্যাঞ্চায়েজির দুটো ছবিই বেশ সাফল্য পেয়েছে বক্স অফিসে। এবার পালা তৃতীয় ছবিটির। আরশাদ ওয়ারসি জানালেন খুব জলদিই কাজ শুরু হবে ওয়েলকাম ৩-এর।
ওয়েলকাম ৩-তে থাকছেন আরশাদ আর সঞ্জয়। অক্ষয় বাদ?
সব গুঞ্জনের অবশেষে অবসান। আরশাদ ওয়ারসি নিশ্চিত করলেন যে আসছে ‘ওয়েলকাম ৩’। ওয়েলকাম ফ্র্যাঞ্চায়েজির প্রথম ছবিটি আসে ২০০৭ সালে। যাতে ছিলেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়ালরা। এরপর ২০১৫ সালে মুক্তি পায় ‘ওয়েলকাম ব্যাক’। এবারে নায়ক জন আব্রাহাম আর নায়িকা হন শ্রুতি হাসান। এতেও ছিলেন অনিল কাপুর, নানা পাটেকর, পরেশ রাওয়ালরা।
আরশাদ এইচটি সিটি-কে জানালেন, বেশ বড় বাজেটেই আসছে ‘ওয়েলকাম ৩’। লার্জার দেন লাইফ এক্সপেরিয়েন্স হতে চলেছে হলে সিনেমা দেখতে আসা দর্শকদের জন্য। স্টার কাস্টে তাঁর সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল। আরও পড়ুন:যিশুকে চুমু খাওয়ার আগে স্ক্রিনে এই অভিনেতাদের লিপ কিস করেছেন কাজল
গত কয়েক বছরে সেভাবে দেখা মেলেনি আরশাদকে বড় পরদায়। যদিও ওটিটি-তে তাঁর অসুর ২ বেশ ভালোই ব্যবসা করেছে। এই নিয়ে ৫৫ বছরের অভিনেতা জানালেন, ‘এখন সিনেমার দৃশ্যপট বদলে গিয়েছে। হলে যে সিনেমা আসছে বেশিরভাগই সুপার হিরো ফিল্ম। যেগুলো ভাবনার থেকেও বড়। একটা বিশাল ছবিতে ছোট কিছু করা, এরকম কিছু চাই না আমি। আমি এমন কিছু চাই, যা আমাকে কাজ করে সন্তুষ্টি দেবে। আর এইসব সিনেমাতে কাজ করে শুধু অর্থ আসবে। তাই সেগুলোকে না করেছি, ওয়েলকাম ৩-কে হ্যাঁ করেছি।’ আরও পড়ুন:ক্যাটরিনার ভাই নন, হবু মা ইলিয়ানা ছবি শেয়ার করলেন অনাগত সন্তানের বাবার! কে সে?