'যেন মানুষটা আর নেই, আর খুঁজে পাব না', ফুরাচ্ছে ‘নিম ফুলের মধু’র পথ চলা, 'বাবুর মা'কে নিয়ে আবেগঘন অরিজিতা কী বললেন?
Updated: 02 Mar 2025, 07:34 PM IST Subhasmita Kanji 02 Mar 2025 arijita mukherjee, neem phuler madhu, অরিজিতা, অরিজিতা মুখোপাধ্যায়, নিম ফুলের মধু, কৃষ্ণা দত্ত, বাবুর মাNeem Phuler Madhu: শেষ হতে চলেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। প্রায় তিন বছর ধরে চলা এই ধারাবাহিকের সফর ফুরাতেই আবেগঘন হয়ে পড়েছেন এই মেগার অন্যতম জনপ্রিয় চরিত্র কৃষ্ণা দত্ত ওরফে অরিজিতা মুখোপাধ্যায়।
পরবর্তী ফটো গ্যালারি