বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh touches MS Dhoni's feet: এক্কেবারে মাটির মানুষ অরিজিৎ! ভরা মাঠেই ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম সুপারস্টারের
পরবর্তী খবর
Arijit Singh touches MS Dhoni's feet: এক্কেবারে মাটির মানুষ অরিজিৎ! ভরা মাঠেই ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম সুপারস্টারের
1 মিনিটে পড়ুন Updated: 31 Mar 2023, 10:43 PM ISTAyan Das
Arijit Singh touches MS Dhoni's feet: আইপিএলের উদ্বোধনী মঞ্চে মহেন্দ্র সিং ধোনি সামনেই আসতেই মাথা নীচু করে পায়ে হাত দিয়ে প্রণাম করেন অরিজিৎ সিং। ওই আচরণে এতটাই হতবাক হয়ে যান ধোনি যে সম্ভবত সেই কারণে অরিজিৎকে আটকাতেও পারেননি। কিছুটা অপ্রস্তুতও হয়ে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি।
এটা হয়তো একমাত্র অরিজিৎ সিং পারেন! ভরা মাঠের সামনে আইপিএলের উদ্বোধনী মঞ্চে মহেন্দ্র সিং ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ভারতের সুপারস্টার অরিজিৎ। যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকের বক্তব্য, অরিজিৎ যে কতটা মাটির মানুষ, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। আজ দেশের সংগীত জগতকে শাসন করার পরও মাটির মানুষ রয়ে গিয়েছেন। নেই কোনও অহংকার, নেই কোনও লোকদেখানো বিষয়।
শুক্রবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে তোলেন অরিজিৎ। ‘কেশরিয়া’, ‘ঝুমে জো পাঠান’ থেকে শুরু করে ‘দেবা, দেবা’ গানে উদ্বেলিত হয়ে ওঠে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টেলিভিশন বা মোবাইলের পর্দায় যাঁরা চোখ রেখেছিলেন, তাঁরাও অরিজিতের গানে মুগ্ধ হয়ে যান। তারপর রশ্মিকা মন্ধানা, তামান্না ভাটিয়ারা উদ্বোধনী অনুষ্ঠানকে মাতিয়ে তুললেও অরিজিতের যেন আলাদা একটাই জাদু বজায় ছিল।
সেই জাদুর মধ্যেই উদ্বোধনী মঞ্চে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট রজার বিনি, বিসিসিআই সচিব জয় শাহ, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মঞ্চে উঠেই সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ধোনি। একেবারে শেষে দাঁড়িয়েছিলেন অরিজিৎ। ধোনি সামনেই আসতেই মাথা নীচু করে পায়ে হাত দিয়ে প্রণাম করেন ভারতের সুপারস্টার। হাঁটুতে হাত দিয়ে নয়, একেবারে পা ছুঁয়েই প্রণাম করেন। ওই আচরণে এতটাই হতবাক হয়ে যান ধোনি যে সম্ভবত সেই কারণে অরিজিৎকে আটকাতেও পারেননি। কিছুটা অপ্রস্তুতও হয়ে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি।
এমনিতে বয়সের নিরিখে দেখতে গেলে অরিজিতের থেকে বড় চেন্নাইয়ের অধিনায়ক। ধোনির বয়স যেখানে ৪১, সেখানে জিয়াগঞ্জের ছেলে অরিজিতের বয়স ৩৫। অর্থাৎ বাঙালি সংস্কৃতির নিরিখে সেটা একেবারেই অভাবনীয় বিষয় নয়। কিন্তু ভরা মাঠে সকলের সামনে অরিজিৎ যে ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন, সেটা সম্ভবত কেউ ভাবতে পারেননি।
তবে অরিজিৎ যে কতটা মাটির মানুষ, সেই প্রমাণ আগে অসংখ্যবার মিলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেরকম একাধিক ভিডিয়ো। যে মানুষটা আজ ভারতের সংগীত জগতের সম্ভবত বেতাজ বাদশা। রোম্যান্টিক গান হোক বা অ্যাকশন-নির্ভর গান - যে গানই অরিজিতের গলায় শোনা যায়, তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। আর তিনি যে কাজ করেন, সেটা হৃদয়-মনে গেঁথে থাকে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)