'ভারতে পাকিস্তানি শিল্পীদের গান করা কি এখনও বন্ধ? নাকি চলছে? আমি আসলে খবর ঠিক ফলো করি না। আমাকে একটু কেউ জানাবেন? আতিফ আসলাম কিন্তু আমার পছন্দের একজন শিল্পী।' ৩ বছর আগে (২০২১) আবু ধাবির এক কনসার্টে ভারতে পাক শিল্পীদের গান করা নিয়ে প্রশ্ন করে চর্চায় উঠে এসেছিলেন বাংলার অরিজিৎ সিং। আর এবার পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চেয়ে নিলেন অরিজিৎ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ঠিক কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুবাইতে কনসার্ট করছেন অরিজিৎ সিং। তাঁর সেই কনসার্ট ঘিরে দর্শক আসন তখন ভরা। ভিড়ের মধ্যে দর্শকাসনে বসেছিলেন পাক অভিনেত্রী মাহিরা খান। যিনি কিনা বলিউডে শাহরুখের বিপরীতে 'রইস' ছবিতে অভিনয় করেছেন। তাই পাকিস্তান ছাড়াও মাহিরা এদেশেও বেশ পরিচিত মুখ। তিনিও দুবাইতে হাজির হয়েছিলেন অরিজিতের কনসার্ট শুনতে। তবে অরিজিৎ মঞ্চ থেকে ভিড়ের মধ্যে মাহিরাকে ঠিক চিনতে পারেননি।
পরে বুঝতে পেরে অরিজিৎ বলেন, ‘আপনারা হয়ত শুনলে চমকে যাবেন। আমি কী বলব? ঠিক আছে আমি একটু অন্যভাবেই বিষয়টা তুলে ধরি। ওখানে কি কোনও ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওঁকে চেনার চেষ্টা করছিলাম, প্রথমে ঠিক বুঝতে পারিনি। তারপর মনে পড়ল, আরে ওঁর জন্যই তো আমি জালিমা গানটা গেয়েছিলাম। জালিমা গানটা গাওয়ার সময় মাহিরাও গাইছিলেন দাঁড়িয়ে। অথচ আমি চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ।’
আরও পড়ুন-‘শাহরুখের হাতে যিনি তাবিজ বেঁধে দেন, ও আসলে আমার দিদি নিখাত’, পরিচয় করালেন আমির