অনুষ্কা শেট্টি সোশ্যাল মিডিয়ায় খুব কমই সক্রিয় থাকেন। কিন্তু এখন তিনি এমন কিছু পোস্ট করেছেন যা ভক্তদের কিছুটা হতাশ করেছে। অনুষ্কা একটি হাতে লেখা চিঠি শেয়ার করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি 'ঘাঁটি' ভালো সাড়া পাওয়ার পর এই চিঠিটি পোস্ট করেন। অনুষ্কা লিখেছিলেন যে, তিনি এখন সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছেন।
অনুষ্কা কী লিখেছেন?
অনুষ্কা লিখেছিলেন, ‘পৃথিবীর সঙ্গে এবং স্কুলিং-এর বাইরে পুনরায় সংযোগ স্থাপনের জন্য। নীল আলো থেকে মোমবাতির আলোয় বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছি। স্কুলিং-এর বাইরে কাজ করার জন্য, যেখান থেকে আমরা সবাই আসলে শুরু করেছিলাম। শীঘ্রই আরও গল্প এবং ভালোবাসা নিয়ে দেখা হবে। সব সময় হাসিখুশি থাকুন।’
আরও পড়ুন: সুপারস্টার সলমন ৮ ঘণ্টা দেরিতে সেটে পৌঁছান? সিকান্দার পরিচালকের দাবি ভুয়ো, বলছেন অয়ন লাল
এই নোটটি শেয়ার করে অনুষ্কা ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা... সব সময় সব সময়।’ এই পোস্টে মানুষ অনেক প্রতিক্রিয়া জানাচ্ছে। একজন লিখেছেন, ‘তুমি অনেক উত্থান-পতন দেখেছ। আমি তোমাকে আবার একজন মহিলা সুপারস্টার হিসেবে দেখতে চাই এবং তোমাকে ইতিহাস তৈরি করতে দেখতে চাই। একটু বিরতি নাও এবং শক্তিশালী হয়ে ফিরে এসো।’ একই সঙ্গে আর একজন লিখেছেন, ‘দয়া করে একজন ভালো পরিচালকের সঙ্গে সহযোগিতা কর।’
আরও পড়ুন: বয়কট করার পোস্টার, অভিযোগ করেও ‘নির্বিকার’ পুলিশ! আদালত দাঁড়াল শ্রীলেখার পাশে
অনুষ্কার কাজ সম্পর্কে
‘ঘাটি’ ছবিটির কথা বলতে গেলে, এটি ৫ সেপ্টেম্বর মুক্তি পায়। সিকনিকের প্রতিবেদন অনুসারে, ছবিটি এক সপ্তাহে ভারতে ৬.৬৪ কোটি টাকা আয় করেছে। ছবিটি পরিচালনা ও রচনা করেছেন কৃষ জাগারলামুদি। বিক্রম প্রভুর সঙ্গে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা শেট্টি।
আরও পড়ুন: অন্তরঙ্গ নিক-প্রিয়াঙ্কা! দুজনে কাছাকাছি আসতেই আগুন ধরল নেটপাড়ায়, চুমুর ছবি নাকি?
এবার অনুষ্কাকে দেখা যাবে হরর থ্রিলার ছবি 'কাটনার'-এ। এই ছবি দিয়েই অনুষ্কার মালায়ালাম ভাষায় অভিষেক হবে।
আরও পড়ুন: ‘বিবাহিত পুরুষ বা যাকেই হাতে পেয়েছে….’, মায়ের 'ঘরভাঙানি' কুনিকাকে ধুয়ে দিল শানুপুত্র জান